MS Excel inbuilt functions

MS Excel inbuilt functions

Microsoft Excel 2007 >> Lesson – 4

MS Excel inbuilt functions

ফাংশন(Function) কাকে বলে ?

ফাংশন হল পূর্বলিখিত ফর্মুলা যার মাধ্যমে নির্দিষ্ট সেল রেফারেন্স বা সেল রেঞ্জ বা সং খ্যা ব্যবহার করে দ্রুত গণনার মাধ্যমে ফলাফল নির্ণয় করা যায় ।

ফাংশন ব্যবহারের পদ্ধতি লেখ

  1. যে সেলে ফং শন লিখতে হবে সেই সেল কে সিলেক্ট করতে হবে ।
  2. “=“ টাইপ করতে হবে ।
  3. নির্দিষ্ট ফাংশন টাইপ করতে হবে ।
  4. First Bracket ‘(‘টাইপ করে প্রথম সেল অ্যাড্রেস এবং ‘:’ টাইপ করে শেষ সেল অ্যাড্রেস টাইপ করে First Bracket শেষ কর Enter কী প্রেস করতে হবে ।

Math & Trigonometry Function: SUM, PRODUCT, ROUND.

SUM

SUM : কোনো সেল রেঞ্জের সমস্ত সংখ্যার যোগফল নির্ণয় করে ।

সিনট্যাক্সঃ sum(cell range)

উদাহরণঃ =sum(5,6) Ans: 11

=sum(a1:a10) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখার যোগফল দেখাবে ।

=sum(a1:a10,12) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখার যোগফলের সাথে 12 যোগকরে দেখাবে ।

PRODUCT

PRODUCT : কোনো সেল রেঞ্জের সমস্ত সংখ্যার গূনফল নির্ণয় করে ।

সিনট্যাক্সঃ product(cell range)

উদাহরণঃ =product(5,6) Ans: 30

=product(a1:a10) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখার গূনফল দেখাবে ।

=product(a1:a10,12) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখার গূনফলের সাথে 12 গুনকরে দেখাবে ।

ROUND

ROUND : কোনো দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর কতগুলি ডিজিট বা অঙ্ক থাকবে তা নির্দিষ্ট করে ।

সিনট্যাক্সঃ round(number,number digit)

এখানে number digit হল দশমিকের পর কতগুলি ডিজিট বা অঙ্ক থাকবে তা নির্দিষ্ট করে

উদাহরণঃ =round(5.4567,2) Ans: 5.46( তৃতীয় সংখ্যাটি 5 অথবা 5 এর বেশি আছে তাই 5এর সাথে 1 যোগ করে 6 হয়েছে ।

=round(45.1234,3) Ans : 45.123

Statistical Function

AVERAGE

AVERAGE : কোনো সেল রেঞ্জের সমস্ত সংখ্যার অথবা আর্গুমেন্ট হিসাবে ব্যবহৃত সংখ্যাগুলির  গড় নির্ণয় করে ।

সিনট্যাক্সঃ average(cell range)

উদাহরণঃ =average (5,6) Ans: 5.5

=average (a1:a10) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখার গড় দেখাবে ।

=average (a1:a10,12) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখার এবং 12 এর গড় দেখাবে ।

MAX

MAX : কোনো সেল রেঞ্জের সমস্ত সংখ্যার অথবা আর্গুমেন্ট হিসাবে ব্যবহৃত সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যাটিকে দেখাবে।

সিনট্যাক্সঃ max(cell range)

উদাহরণঃ =max(5,6,8,2) Ans: 8

=max(a1:a10) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যাটিকে দেখাবে।

=max(a1:a10,12) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত  সংখার এবং 12 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যাটিকে দেখাবে।

MIN

MIN : কোনো সেল রেঞ্জের সমস্ত সংখ্যার অথবা আর্গুমেন্ট হিসাবে ব্যবহৃত সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোটো সংখ্যাটিকে দেখাবে।

সিনট্যাক্সঃ min(cell range)

উদাহরণঃ =min(5,6,8,2) Ans: 2

=min(a1:a10) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোটো সংখ্যাটিকে দেখাবে।

=min(a1:a10,12) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে সমস্ত  সংখার এবং 12 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোটো সংখ্যাটিকে দেখাবে।

COUNT

COUNT : কোনো সেল রেঞ্জের সমস্ত সংখ্যার এবং টেক্সটগুলির মধ্যে কতগুলি সেলে শুধুমাত্র সংখ্যা আছে সেই সংখ্যাকে প্রকাশ করে ।

 অথবা আর্গুমেন্ট লিস্টের কতগুলি সেলে শুধুমাত্র সংখ্যা আছে সেই সংখ্যাকে প্রকাশ করে ।

সিনট্যাক্সঃ count(cell range)

উদাহরণঃ =count(a1:a10) : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে কতগুলি সেলে শুধুমাত্র সংখ্যা আছে সেই সংখ্যাকে প্রকাশ করে ।

COUNTIF

COUNTIF : প্রদত্ত শর্ত সেল রেঞ্জের কতগুলি সেলে প্রযোজ্য হচ্ছে সেই সংখ্যাকে প্রকাশ করে ।

সিনট্যাক্সঃ countif(cell range,criterea)

উদাহরণঃ =countif(a1:a10,”Book”)

Ans : a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে কতগুলি সেলে শুধুমাত্র Book লেখা আছে সেই সংখ্যাকে প্রকাশ করে ।

=countif(a1:a10,”>50”)

Ans: a1 থেকে a10 সেল রেঞ্জের মধ্যে কতগুলি সেলে 50 এর বেশি সংখ্যা লেখা আছে সেই সংখ্যাকে প্রকাশ করে ।

Leave a Reply