
MS Excel Functions
Microsoft Excel 2007 >> Lesson-5
MS Excel Functions
Logical Function : IF, AND , OR, NOT.
IF
IF : কোনো শর্ত ঠিক না ভূল যাচাই করে । যদি ঠিক হয় তাহলে TRUE ভ্যালু দেখায় ভুল হয় তাহলে FALSE ভ্যালু দেখায় ।
সিনট্যাক্সঃ if(Logical Test, Value if True, Value if False)
উদাহরণঃ =if(a1>50,”Pass”,”Fail”)
Ans: যদি a1 সেলের মধ্যের সংখ্যা 50 এর বেশি হয় তা হলে Pass লেখা দেখাবে , আর যদি 50 অথবা 50 এর কম থাকে তাহলে Fail লেখা দেখাবে ।
AND
AND : ফংশনের সব আর্গুমেন্ট / যুক্তিগুলি সত্য হলে TRUE ভ্যালু দেখায় । আর্গুমেন্টগুলির / যুক্তিগুলির মধ্যে কোনো একটি ভুল হয় তাহলে FALSE ভ্যালু দেখায় ।
সিনট্যাক্সঃ and(Logic-1, Logic-2, ………)
উদাহরণঃ =and(true, false)
Ans: false
=and(a1>20, a2>50)
Ans : যদি a1 সেলের মান 20 এর বেশি হয় এবং a2 সেলের মান 50 এর বেশি হয় তাহলে True লেখা দেখাবে । এই দুটির কোনো একটি ভুল হলে False লেখা দেখাবে ।
OR
OR : ফংশনের সব আর্গুমেন্ট / যুক্তিগুলি মধ্যে কোনো একটি সত্য হলে TRUE ভ্যালু দেখায় । আর্গুমেন্টগুলির / যুক্তিগুলির মধ্যে সবগুলি ভুল হয় তাহলে FALSE ভ্যালু দেখায় ।
সিনট্যাক্সঃ or(Logic-1, Logic-2, ………)
উদাহরণঃ =or(true, false)
Ans: true
=and(a1>20, a2>50)
Ans : যদি a1 সেলের মান 20 এর বেশি হয় এবং a2 সেলের মান 50 এর বেশি হয় তাহলে True লেখা দেখাবে । এই দুটির কোনো একটি ভুল হলেও True লেখা দেখাবে । সবগুলি ভুল হলে False লেখা দেখাবে ।
NOT
NOT : True ভ্যালুকে False ভ্যালুতে এবং False ভ্যালুকে True ভ্যালুতে পরিবর্তন করে ।
সিনট্যাক্সঃ not(Logic)
উদাহরণঃ =not(false)
Ans: true
=and(a1>20)
Ans : যদি a1 সেলের মান 20 এর বেশি হয় False লেখা দেখাবে আবার যদি a1 সেলের মান 20 এর কম হয় True লেখা দেখাবে ।
Date and Time Function : DATE, TIME, NOW.
DATE
DATE : সিস্টেম দ্বারা নির্দিষ্ট ফর্ম্যাটে তারিখ রিটার্ন করে ।/ সেলের উপস্থিত সংখ্যাগুলিকে তারিখে রুপান্তরিত করা যায় ।
সিনট্যাক্সঃ Date(year,month,day)
উদাহরণঃ =date(2019,11,29)
Ans: 29/11/2019
TIME
TIME : সিস্টেমের সময় রিটার্ন করে ।/ সেলের উপস্থিত সংখ্যাগুলিকে সময় হিসেবে রুপান্তরিত করা যায় ।
সিনট্যাক্সঃ Time(hour,minute,second)
উদাহরণঃ =Time(6,29,50)
Ans: 6:29 AM
NOW
NOW : সিস্টেমের বর্তমান তারিখ ও সময় রিটার্ন করে ।
সিনট্যাক্সঃ NOW()
উদাহরণঃ =now()
Ans: 11/29/2019 6:31 PM
TODAY
TODAY : সিস্টেমের বর্তমান তারিখ রিটার্ন করে ।
সিনট্যাক্সঃTODAY()
উদাহরণঃ =TODAY()
Ans: 11/29/2019
Text & Data Function : CONCATINATE, UPPER, LOWER.
CONCATINATE
CONCATENATE : দুই বা ততোধিক টেক্সট স্ট্রিং কে একটি টেক্সট স্ট্রিং-এ রুপান্তর করে ।
সিনট্যাক্সঃ concatenate(text1, text2, text3……)
উদাহরণঃ =concatenate(“North”,”East”)
Ans: NorthEast
=concatenate(“North”,” “, ”East”)
Ans: North East
=concatenate(a1,” “,a2)
Ans: a1 সেলের টেক্সট এবং a2 সেলে টেক্সট এক সাথে দেখাবে ।
UPPER
UPPER : ছোটো হাতের অক্ষরগুলিকে বড়ো হাতের অক্ষরে রুপান্তর করে ।
সিনট্যাক্সঃ upper(text1)
উদাহরণঃ =upper(“North”)
Ans: NORTH
=upper(a1)
Ans: a1 সেলের টেক্সটের সব অক্ষরগুলিকে বড়ো হাতের অক্ষরে রুপান্তর করে ।
LOWER
LOWER : বড়ো হাতের অক্ষরগুলিকে ছোটো হাতের অক্ষরে রুপান্তর করে ।
সিনট্যাক্সঃ lower(text1)
উদাহরণঃ =lower(“North”)
Ans: north
=lower(a1)
Ans: a1 সেলের টেক্সটের সব অক্ষরগুলিকে ছোটো হাতের অক্ষরে রুপান্তর করে ।
