
Concept of Workbook & Worksheet
Microsoft Excel 2007 >> Lesson – 2
Concept of Workbook & Worksheet
ওয়ার্কবুক (Workbook) কাকে বলে ?
কয়েকটি ওয়ার্কশীট কে একত্রে ওয়ার্কবুক বলে । এক্সেল শুরু করলে তিনটি ওয়ার্কশীট সহ একটি ওয়ার্কবুক খোলে যেখানে প্রয়োজনমত আরও অনেক ওয়ার্কশীট যুক্ত করা যায় ।
ওয়ার্কশীট (Worksheet ) কাকে বলে ?
এক্সেল উইনডোর যে সাদা সেল বা ঘর যুক্ত গননা কাজ করার জায়গা কে ওয়ার্কশীট বলে । একটি ওয়ার্কশীটে 16384 টি কলাম (Column) এবং 1048576 টি রো (ROW) থাকে । কলামের নাম A থেকে XFD পর্যন্ত হয় এবং রো এর নাম 1,2,,3……..1048576 পর্যন্ত হয় ।
ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখ ?
ওয়ার্কবুক | ওয়ার্কশিট |
কতগুলি ওয়ার্কশিটের সমস্টি | ওয়ার্কশিট রো এবং কলামের দ্বারা গঠিত সেলের সমস্টি । |
এটি একটি ফাইল হিসাবে গন্য হয় | ফাইল হিসাবে সংরক্ষন করা যায় না । |
ওয়ার্কবুক ডিলিট করলে সব ওয়ার্কশিট ডিলিট হয়ে যাবে । | ওয়ার্কশিট ডিলিট করলে ওয়ার্কবুক ডিলিট হয় না । |
এটি যুক্ত করা কঠিন । | এটি যুক্ত কারা সহজ । |
MS Excel 2007 ওয়ার্কবুকের ফাইল এক্সেটেনশন নাম কী?
MS Excel 2007 ওয়ার্কবুকের ফাইল এক্সেটেনশন নাম .xlsx ।
ওয়ার্কবুকে সাধারণ(Default) অবস্থায় কতগুলি ওয়ার্কশিট থাকে ?
তিনটি (Sheet1, Sheet2, Sheet3) ।
ওয়ার্কবুকে নুতন ওয়ার্কশিট প্রতিস্থাপন কিভাবে করবে ?
কিবোর্ড থেকে Shift+F11 কি দুটি এক সাথে প্রেস করতে হবে
অথবা
শিট ট্যাবের শেষে Insert Worksheet ক্লিক করলে নুতন ওয়ার্কশিট প্রতিস্থাপিত হবে ।
কোনো ওয়ার্কশিটের নাম বিভাবে পরিবর্তন করবে ?
যে ওয়ার্কশিটের নাম পরিবর্তন করতে হবে সেই শিট ট্যাবের ওপর ডবল ক্লিক করলে শিট ট্যাবটি হাইলাইটেড হবে এই অবস্থায় কিবোর্ড থেকে নুতন নাম টাইপ করে এন্টার(Enter) বটন প্রেস করতে হবে ।
কোনো Worksheet কিভাবে ডিলিট করবে ?
যে ওয়ার্কশিট কে ডিলিট করতে হবে তার শিটট্যাবের উপর রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে ডিলিট অপশনে ক্লিক করলে শিটটি যদি ফাকা থাকে তাহলে ডিলিট হয়ে যবে , আর যদি কিছু তথ্য থাকে তাহলে এইট মেসেজ দেখাবে সেখান থেকে Yes বটনে ক্লিক করলে শিটটি ডিলিট হয়ে যাবে ।
ওয়ার্কশিট ট্যাবের কালার পরিবর্তন কিভাবে করবে ?
যে ওয়ার্কশিট ট্যাবের কালার পরিবর্তন করতে হবে তার শিটট্যাবের উপর রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে কালার অপশনে ক্লিক পছন্দের কালার সিলিক্ট করতে হবে ।
Worksheet কে কিভাবে মুভ করাবে ?
যে ওয়ার্কশিট কে মুভ করতে হবে তার শিটট্যাবের উপর ক্লিক কিছুক্ষন ধরে রাখলে একটি শিট এবং কালো চিহৃ দেখা যাবে এই অবস্থায় মাউস কে ড্রাগ করে শিটকে মুভ করান যায় ।
সম্পূর্ণ রো কিভাবে সিলেক্ট করবে ?
রো হেডারে ক্লিক করতে হবে ।
কোনো রো কিভাবে ডিলিট করবে?
রো হেডারে রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে ডিলিট(Delete) অপশনে ক্লিক করতে হবে ।
নুতন রো কিভাবে প্রতিস্থাপন করবে ?
যে রো এর উপর নুতন রো প্রতিস্থাপন করতে হবে সেই রো হেডারে রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে Insert অপশনে ক্লিক করতে হবে ।
কোনো রো এর উচ্চতা(Height) বাড়াবে কিভাবে ?
যে রো এর উচ্চতা বাড়াতে হবে সেই রো হেডারের সংযোগ স্থলে মাউস পয়েন্টার মাখলে পয়েন্টারটি দ্বিমুখী তীরচিহ্ন পরীনত হয় এই অবস্থায় ড্রাগ করে উচ্চতা বাড়ান বা কমান যায় ।
কোনো রো কে হাইড / লুকাবে কিভাবে ?
নির্দিষ্ট রো হেডারে বা একাধিক রো হেডার কে সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে Hide অপশনে ক্লিক করতে হবে ।
কোনো রো কে আনহাইড করবে কিভাবে ?
হাইড করা রো এর আগের এবং পরের রো হেডার কে একসাথে সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে Unhide অপশনে ক্লিক করতে হবে ।
সম্পূর্ণ কলাম কিভাবে সিলেক্ট করবে?
কলাম হেডারে ক্লিক করতে হবে ।
কোনো কলাম কিভাবে ডিলিট করবে?
কলাম হেডারে রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে ডিলিট(Delete) অপশনে ক্লিক করতে হবে ।
নুতন কলাম কিভাবে প্রতিস্থাপন করবে ?
যে কলাম এর বাম দিকে নুতন কলাম প্রতিস্থাপন করতে হবে সেই কলাম হেডারে রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে Insert অপশনে ক্লিক করতে হবে ।
কোনো কলাম এর দৈর্ঘ্য (Width) বাড়াবে কিভাবে ?
যে কলাম এর দৈর্ঘ্য বাড়াতে হবে সেই কলাম হেডারের সংযোগ স্থলে মাউস পয়েন্টার মাখলে পয়েন্টারটি দ্বিমুখী তীরচিহ্ন পরীনত হয় এই অবস্থায় ড্রাগ করে দৈর্ঘ্য বাড়ান বা কমান যায় ।
Microsoft Excel-2007 এর ওয়ার্কশিটে মোট কতগুলি রো এবং কলাম থাকে ?
Microsoft Excel-2007 এর একটি ওয়ার্কশিটে মোট – 1048576 টি রো থাকে ।
Microsoft Excel-2007 এর একটি ওয়ার্কশিটে মোট – 16384 টি কলাম থাকে ।
কোনো কলাম কে হাইড/লুকাবে কিভাবে ?
নির্দিষ্ট কলাম হেডারে বা একাধিক কলাম হেডার কে সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে Hide অপশনে ক্লিক করতে হবে ।
কোনো কলাম কে আনহাইড কিভাবে ?
হাইড করা কলাম এর আগের এবং পরের কলাম হেডার কে একসাথে সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে Unhide অপশনে ক্লিক করতে হবে ।
Concept of Workbook & Worksheet

bujtha parlam