Concept of Cell
Concept of Cell

Concept of Cell

Microsoft Excel 2007 >> Lesson-3

Concept of Cell

সেল (Cell) কাকে বলে?

স্প্রেডসিটের রো(Row) এবং কলাম(Column) এর সংযোগ স্থালে যে ঘরের সৃষ্টি হয় তাকে সেল বলে ।

ওয়ার্কশিটের সেল(Cell) কে কী ভাবে চিহৃত করবে ?
এবং T2 সেল অ্যাড্রেস বলতে কী বোঝ ?

ওয়ার্কশিটের যে কোনো সেল কে তার ঠিকানা বা অ্যাড্রেস থেকে চেনা যায় । সেল অ্যাড্রেসে প্রথমে থাকে কলামের নাম এবং পরে থাকে রো নম্বর । যেমন – T2 সেল অ্যাড়্রেস বলতে বুঝি সেলটি T কলামের 2 নম্বর রো তে অবস্থান করছে ।

সেল পয়েন্টার কাকে বলে ?

অ্যাকটিভ সেলের উপর যে মোটা কালো রং এর বর্ডার দেখা যায় তাকে সেল পয়েন্টার বলে ।

অ্যাকটিভ সেল কাকে বলে ?

যে সেলে সেল পয়েন্টার থাকে তাকে অ্যাকটিভ সেল বলে ।

অ্যাকটিভ সেলের অ্যাড্রেস কোথায় দেখা যায় ?

অ্যাকটিভ সেলের অ্যাড্রেস নেম বস্কের মধ্যে দেখা যায় ।

ফিল হ্যান্ডেল কোথায় থাকে ?

সে পয়েন্টারের ডানদিকের নিচে ছোট্ট বস্ক আকারে দেখা যায় । যেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে + চিহ্নে পরিনত হয় । এর দ্বারা সেলে  অটোফিল  করা হয় ।

সেল রেঞ্জ কাকে বলে?

ওয়ার্কশিটের অ্যাকটিভ সেলে পাশাপশি একাধিক সেল কে একসাথে সেল রেঞ্জ বলে । যেমন- A1:B5 সেল রেঞ্জের প্রথম সেল A1 এবং শেষ সেল B5 ।

সেলের চারপাশে বর্ডার দেওয়ার ধাপগুলি লেখ ?

যে সেলের চারপাশে বর্ডার দিতে হবে সেই সেলগুলিকে সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করে পপ-আপ মেনু থেকে Format Cells অপশনে ক্লিক করে Border ট্যাবে ক্লিক করে পছন্দের বর্ডার সিলেক্ট করে OK বটনে ক্লিক করতে হবে ।

সেল মার্জ কাকে বলে ? একাধিক সেল কে কিভাবে মার্জ করবে ?

একাধিক সেল কে একটি সেলে পরিনত করা কে সেল মার্জ বলে ।

যে সেল গুলিকে মার্জ করতে হবে সেই সেলগুলি একসাথে সিলিক্ট করে Home ট্যাবের Alignment কমান্ডগ্রুপের Merge & Center বটনে ক্লিক করতে হবে ।

র‍্যাপ টেক্সট(Wrap Text) কাকে বলে ? একাধিক সেলে কে কিভাবে র‍্যাপ টেক্সট(Wrap Text) প্রদান করবে ?

র‍্যাপ টেক্সট একধরনের ফরম্যাট যার সাহায্যে সেলের সমস্ত কনটেন্ট একাধিক লাইনের মাধ্যমে উপস্থাপন করা হয় ।

যে সেল গুলিকে র‍্যাপ টেক্সট(Wrap Text)  প্রদান করতে হবে সেই সেলগুলি একসাথে সিলিক্ট করে Home ট্যাবের Alignment কমান্ডগ্রুপের Wrap Text বটনে ক্লিক করতে হবে ।

এক বা একধিক সেলকে কীভাবে নির্দিষ্ট রং দিয়ে Fill করবে ?

যে সেল গুলিকে Fill করতে হবে সেই সেলগুলি একসাথে সিলিক্ট করে Home ট্যাবের Font কমান্ডগ্রুপের Fill Color বটনে ক্লিক করে পছন্দের রং সিলেক্ট করতে হবে ।

কোনো সেলের আলাইনমেন্ট কত প্রকার ও কী কী ?

সেলের অ্যালাইনমেন্ট 6 প্রকার – যথা Left, Center, Right, Top, Middle, Bottom.

সেল রেফারেন্স কাকে বলে কত প্রকার এবং কী কী? উদাহরন সহ সঙ্গা লেখ ।

ফরর্মুলা বা ফংশনে ব্যাবহৃত সেল অ্যাড্রেস কে সেল রেফারেন্স বলে ।

সেল রেফারেন্স তিন প্রকার যথা –

  •  আপেক্ষিক সেল রেফারেন্স (Relative Cell Reference)
  • নির্দিষ্ট সেল রেফারেন্স (Absolute Cell Reference)
  •  মিশ্র সেল রেফারেন্স (Mixed Cell Reference).

আপেক্ষিক সেল রেফারেন্স (Relative Cell Reference)

কোনো সেলে ফরর্মুলা বা ফংশনে কে অন্য সেলে কপি করা হলে ফরর্মুলা বা ফংশনে ব্যাবহৃত সেল অ্যাড্রেসগুলি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যায় । এই সেল অ্যাড্রেসগুলিকে আপেক্ষিক সেল রেফারেন্স বলে ।

যেমনঃ A3 সেলের ফরর্মুলা =Sum(A1+A2) কে B3 সেলে কপি করা হলে ফরর্মুলাটি =Sum(B1+B2) তে পরিনত হয়। এখানে A1 এবং A2   আপেক্ষিক সেল রেফারেন্স ।

নির্দিষ্ট সেল রেফারেন্স (Absolute Cell Reference)

কোনো সেলে ফরর্মুলা বা ফংশনে কে অন্য সেলে কপি করা হলে ফরর্মুলা বা ফংশনে ব্যাবহৃত সেল অ্যাড্রেসগুলি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়না । এই সেল অ্যাড্রেসগুলিকে নির্দিষ্ট সেল রেফারেন্স বলে ।

যেমনঃ A3 সেলের ফরর্মুলা =Sum($A$1+$A$2) কে B3 সেলে কপি করা হলে ফরর্মুলাটি =Sum($A$1+$A$2) তে পরিনত হয়। এখানে A1 এবং A2   নির্দিষ্ট সেল রেফারেন্স ।

অর্থাৎ সেল অ্যাড্রেস কে নির্দিষ্ট করার জন্য কলাম এবং রো এর আগে $ চিহৃ ব্যাবহার করা হয় ।

মিশ্র সেল রেফারেন্স (Mixed Cell Reference).

যে সমস্ত সেল আপেক্ষিক এবং নির্দিষ্ট সেল রেফারেন্স দিয়ে তৈরি তাদের মিশ্র সেল রেফারেন্স বলে ।

যেমনঃ A3 সেলের ফরর্মুলা =Sum($A$1+A2) কে B3 সেলে কপি করা হলে ফরর্মুলাটি =Sum($A$1+B2) তে পরিনত হয়। এখানে A1 নির্দিষ্ট এবং A2 আপেক্ষিক সেল রেফারেন্স ।

Concept of Cell

Leave a Reply