MyNetEdu Page Banner

Question & Answer – 2020

নিম্নলিখিত প্রশ্নগুলিরসঠিক উত্তর বেছে লেখঃ প্রশ্নমান -১

1.তথ্য প্রেরনের মাধ্যমের সর্ব্বোউচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে বলা হয় ?

a)Wavelength b)Bandwidth c)Signal d)Amplitude

2. HTMLSubscript করার জন্য ব্যবহৃত tag টি হল

a)<SUP> b)<SUB> c)<SUBC> d)<SUBCPT>

3. HTML এ দুটি webpage কে যুক্ত করতে ____________tag টি ব্যবহৃত হয় ।

a)<LINK> b)<A> c)<HLINK> d)<H>

4. HTMLhorizontal line আকার জন্য নীচের কোন tag টি ব্যবহৃত হয় ?

a)<HL> b)<HR> c)<LI> d)<HI>

5. Class C Type IP Address এর Network ID র প্রথম তিনটি bit হল

a)011 b)001 c)110 d)111

6. Mesh topology তে n সংখ্যক computer কে connect করার জন্য করগুলি link প্রয়োজন ?

a)n b)n(n-1)/2 c)n-1 d)n(n-1)

নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- প্রশ্নমান -১

1.HTML এ <BR> tag এর কাজ কি?

2.HTML এ  VALIGN attribute এর কাজ কি?

3.HTML এ <BODY> tag এর দুটি attribute এর নাম লেখ ।

4.HTML এ Table এর Border এর স্থুলতা 5 set করার syntax টি লেখো ।

5.Container tag এবং Empty tag এর মধ্যে পার্থক্য লেখো ।

6. UDP এর পূর্ণরুপ লেখো ।

7.MODEM এর পূর্ণরুপ লেখো ।

8.Search Engine কি ?

9.যে কোনো দুটি web browser এর নাম লেখো ।

10. Baseband ও Broadband Network এর মধ্যে পার্থক্য লেখো ।

Answer

1.তথ্য প্রেরনের মাধ্যমের সর্ব্বোউচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে বলা হয় ?

Ansb)Bandwidth

2. HTMLSubscript করার জন্য ব্যবহৃত tag টি হল

Ansa)<SUP>

3. HTML এ দুটি webpage কে যুক্ত করতে ____________tag টি ব্যবহৃত হয় ।

Ansb)<A>

4. HTMLhorizontal line আকার জন্য নীচের কোন tag টি ব্যবহৃত হয় ?

Ans b)<HR>

5. Class C Type IP Address এর Network ID র প্রথম তিনটি bit হল

Ans c)110

6. Mesh topology তে n সংখ্যক computer কে connect করার জন্য করগুলি link প্রয়োজন ?

Ans:   b)n(n-1)/2

নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:-   

1.HTML <BR> tag এর কাজ কি?

Ans: HTML ডকুমেন্টের কোনো লাইনের সমাপ্তি বোঝাতে <BR> ট্যাগ ব্যবহার করা হয় ।

2. HTML  VALIGN attribute এর কাজ কি?

Ans: কোনো সেলে Text এর vertical alignment সেট করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় । এই alignment সাধারণত top, middle, bottom হ্য় ।

3. HTML <BODY> tag এর দুটি attribute এর নাম লেখ ।

Ans: Background – অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েবপেজে ছাবি সেট করা হয় ।

          BGCOLOR –   অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েবপেজে রং সেট করা হয় ।

4. HTML Table এর Border এর স্থুলতা 5 set করার syntax টি লেখো ।

Ans: <TABLE BORDER=5>…………………</TABLE>

5. Container tag এবং Empty tag এর মধ্যে পার্থক্য লেখো ।

Container tag Empty tag
যে ট্যাগের প্রারম্ভিক এবং অন্তিম ট্যাগ থাকেযে ট্যাগের অন্তিম ট্যাগ থাকে না তাকে Empty Tag  বলে
যেমন – <!— <!– <BR>, <HR>যেমন – <!–<HEAD>……..</HEAD>

6. UDP এর পূর্ণরুপ লেখো ।

Ans: User Datagram Protocol.

7. MODEM এর পূর্ণরুপ লেখো ।

Ans: MOdulator DEModulator

8. Search Engine কি ?

Ans : সার্চ ইঞ্জিন বলতে সাধারণত ওয়েব সার্চ ইঞ্জিনকে বোঝায় । এটি একটি অ্যাপ্লিকেশন সফট ওয়্যার যার সাহায্যে WWW থেকে প্রয়োজনীয় তথ্য খোজা হয় ।

9. যে কোনো দুটি web browser এর নাম লেখো ।

Ans: Google Chrome & Internet Explorer

10. Baseband ও Broadband Network এর মধ্যে পার্থক্য লেখো ।

BasebandBroadband
যে নেটওয়ার্ক সিস্টেম এর নির্দিষ্ট তারের সমস্ত ব্যান্ডউইথ জুড়ে এক সময়ে শুধু মাত্র একটি সিগন্যাল পরিবাহিত হ্য়, তাকে বেসব্যান্ড নেটওয়ার্ক  বা Baseband Signaling বলে ।যে নেটওয়ার্ক সিস্টেম এর নির্দিষ্ট তারের মধ্য দিয়ে সমস্ত ব্যান্ডউইথ জুড়ে এক সময়ে একাধিক  সিগন্যাল পরিবাহিত হ্য়, তাকে ব্রডব্যান্ড নেটওয়ার্ক  বা Broadband Signaling বলে ।

বড় প্রশ্ন উত্তর

          

1.(a) HTML-এ heading tag কয়প্রকার ও কি কি? সবচেয়ে বড়ো আকারের heading দেওয়ার জন্য কোন tag টি ব্যবহার করা হয় ।

Ans:HTML ডকুমেন্টে কোনো হেডিং দেখানোর জন্য <H> ট্যাগ ব্যবহার করা হয় । মোট ৬ টি হেডিং ট্যাগ আছে । এগুলি হল – H1, H2, H3, H4, H5, H6 । এখানে H1 সবথেকে বড় এবং H6 সবথেকে ছোট আকারের হেডিং ট্যাগ

(b) HTML-এ একটি picture insert করার syntax টি লেখো এবং একটি উদাহরন দাও ।

Ans: <IMG SRC=“D:\Tulips.jpg”>

(c) HTML-<FONT> tag এর দুটি attribute এর নাম লেখো ।

Ans: Face – অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা যায়।

Size –  অ্যাট্রিবিউট ব্যবহার করে টেক্সটের আকার উল্লেখ করা যায় ।

Color –  অ্যাট্রিবিউট ব্যবহার করে টেক্সটের রং ইত্যাদি পরিবর্তন করা যায় ।

2. একটি HTML code লেখো যার সাহয্যে যে Webpage টি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থকবে :

(a)Webpage টির title দাও Project work in Excel ।

(b)Webpage টির Heading দাও “Suggestive Project Topics”

(c) নিম্নলিখিত list টি তৈরি করো –

I.Application of Excel

II.Creation of Mark sheets & Balance Sheet

III.Bar chart & Pie charts

Answer:

<HTML>

<HEAD><TITLE>Project work in Excel</TITLE></HEAD>

<BODY>

<H1>Suggestive Project Topics</H1>

<OL TYPE=“I”>

<LI>Application of Excel</LI>

<LI>Creation of Mark sheets & Balance Sheet

<LI>Bar chart & Pie charts</LI>

<LI>Bar chart & Pie charts</LI>

</OL>

</BODY>

</HTML>

Footer Section