
Question & Answer – 2020
নিম্নলিখিত প্রশ্নগুলিরসঠিক উত্তর বেছে লেখঃ প্রশ্নমান -১
1.তথ্য প্রেরনের মাধ্যমের সর্ব্বোউচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে বলা হয় ?
a)Wavelength b)Bandwidth c)Signal d)Amplitude
2. HTML এ Subscript করার জন্য ব্যবহৃত tag টি হল
a)<SUP> b)<SUB> c)<SUBC> d)<SUBCPT>
3. HTML এ দুটি webpage কে যুক্ত করতে ____________tag টি ব্যবহৃত হয় ।
a)<LINK> b)<A> c)<HLINK> d)<H>
4. HTML এ horizontal line আকার জন্য নীচের কোন tag টি ব্যবহৃত হয় ?
a)<HL> b)<HR> c)<LI> d)<HI>
5. Class C Type IP Address এর Network ID র প্রথম তিনটি bit হল
a)011 b)001 c)110 d)111
6. Mesh topology তে n সংখ্যক computer কে connect করার জন্য করগুলি link প্রয়োজন ?
a)n b)n(n-1)/2 c)n-1 d)n(n-1)
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- প্রশ্নমান -১
1.HTML এ <BR> tag এর কাজ কি?
2.HTML এ VALIGN attribute এর কাজ কি?
3.HTML এ <BODY> tag এর দুটি attribute এর নাম লেখ ।
4.HTML এ Table এর Border এর স্থুলতা 5 set করার syntax টি লেখো ।
5.Container tag এবং Empty tag এর মধ্যে পার্থক্য লেখো ।
6. UDP এর পূর্ণরুপ লেখো ।
7.MODEM এর পূর্ণরুপ লেখো ।
8.Search Engine কি ?
9.যে কোনো দুটি web browser এর নাম লেখো ।
10. Baseband ও Broadband Network এর মধ্যে পার্থক্য লেখো ।
Answer
1.তথ্য প্রেরনের মাধ্যমের সর্ব্বোউচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে বলা হয় ?
Ans: b)Bandwidth
2. HTML এ Subscript করার জন্য ব্যবহৃত tag টি হল
Ans: a)<SUP>
3. HTML এ দুটি webpage কে যুক্ত করতে ____________tag টি ব্যবহৃত হয় ।
Ans: b)<A>
4. HTML এ horizontal line আকার জন্য নীচের কোন tag টি ব্যবহৃত হয় ?
Ans: b)<HR>
5. Class C Type IP Address এর Network ID র প্রথম তিনটি bit হল
Ans: c)110
6. Mesh topology তে n সংখ্যক computer কে connect করার জন্য করগুলি link প্রয়োজন ?
Ans: b)n(n-1)/2
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:-
1.HTML এ <BR> tag এর কাজ কি?
Ans: HTML ডকুমেন্টের কোনো লাইনের সমাপ্তি বোঝাতে <BR> ট্যাগ ব্যবহার করা হয় ।
2. HTML এ VALIGN attribute এর কাজ কি?
Ans: কোনো সেলে Text এর vertical alignment সেট করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় । এই alignment সাধারণত top, middle, bottom হ্য় ।
3. HTML এ <BODY> tag এর দুটি attribute এর নাম লেখ ।
Ans: Background – অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েবপেজে ছাবি সেট করা হয় ।
BGCOLOR – অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েবপেজে রং সেট করা হয় ।
4. HTML এ Table এর Border এর স্থুলতা 5 set করার syntax টি লেখো ।
Ans: <TABLE BORDER=5>…………………</TABLE>
5. Container tag এবং Empty tag এর মধ্যে পার্থক্য লেখো ।
Container tag | Empty tag |
যে ট্যাগের প্রারম্ভিক এবং অন্তিম ট্যাগ থাকে | যে ট্যাগের অন্তিম ট্যাগ থাকে না তাকে Empty Tag বলে |
যেমন – <!— <!– <BR>, <HR> | যেমন – <!–<HEAD>……..</HEAD> |
6. UDP এর পূর্ণরুপ লেখো ।
Ans: User Datagram Protocol.
7. MODEM এর পূর্ণরুপ লেখো ।
Ans: MOdulator DEModulator
8. Search Engine কি ?
Ans : সার্চ ইঞ্জিন বলতে সাধারণত ওয়েব সার্চ ইঞ্জিনকে বোঝায় । এটি একটি অ্যাপ্লিকেশন সফট ওয়্যার যার সাহায্যে WWW থেকে প্রয়োজনীয় তথ্য খোজা হয় ।
9. যে কোনো দুটি web browser এর নাম লেখো ।
Ans: Google Chrome & Internet Explorer
10. Baseband ও Broadband Network এর মধ্যে পার্থক্য লেখো ।
Baseband | Broadband |
যে নেটওয়ার্ক সিস্টেম এর নির্দিষ্ট তারের সমস্ত ব্যান্ডউইথ জুড়ে এক সময়ে শুধু মাত্র একটি সিগন্যাল পরিবাহিত হ্য়, তাকে বেসব্যান্ড নেটওয়ার্ক বা Baseband Signaling বলে । | যে নেটওয়ার্ক সিস্টেম এর নির্দিষ্ট তারের মধ্য দিয়ে সমস্ত ব্যান্ডউইথ জুড়ে এক সময়ে একাধিক সিগন্যাল পরিবাহিত হ্য়, তাকে ব্রডব্যান্ড নেটওয়ার্ক বা Broadband Signaling বলে । |
বড় প্রশ্ন উত্তর
1.(a) HTML-এ heading tag কয়প্রকার ও কি কি? সবচেয়ে বড়ো আকারের heading দেওয়ার জন্য কোন tag টি ব্যবহার করা হয় ।
Ans:HTML ডকুমেন্টে কোনো হেডিং দেখানোর জন্য <H> ট্যাগ ব্যবহার করা হয় । মোট ৬ টি হেডিং ট্যাগ আছে । এগুলি হল – H1, H2, H3, H4, H5, H6 । এখানে H1 সবথেকে বড় এবং H6 সবথেকে ছোট আকারের হেডিং ট্যাগ
(b) HTML-এ একটি picture insert করার syntax টি লেখো এবং একটি উদাহরন দাও ।
Ans: <IMG SRC=“D:\Tulips.jpg”>
(c) HTML-এ<FONT> tag এর দুটি attribute এর নাম লেখো ।
Ans: Face – অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা যায়।
Size – অ্যাট্রিবিউট ব্যবহার করে টেক্সটের আকার উল্লেখ করা যায় ।
Color – অ্যাট্রিবিউট ব্যবহার করে টেক্সটের রং ইত্যাদি পরিবর্তন করা যায় ।
2. একটি HTML code লেখো যার সাহয্যে যে Webpage টি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থকবে :
(a)Webpage টির title দাও Project work in Excel ।
(b)Webpage টির Heading দাও “Suggestive Project Topics”
(c) নিম্নলিখিত list টি তৈরি করো –
I.Application of Excel
II.Creation of Mark sheets & Balance Sheet
III.Bar chart & Pie charts
Answer:
<HTML>
<HEAD><TITLE>Project work in Excel</TITLE></HEAD>
<BODY>
<H1>Suggestive Project Topics</H1>
<OL TYPE=“I”>
<LI>Application of Excel</LI>
<LI>Creation of Mark sheets & Balance Sheet
<LI>Bar chart & Pie charts</LI>
<LI>Bar chart & Pie charts</LI>
</OL>
</BODY>
</HTML>
