MyNetEdu Page Banner

Question & Answer – 2018

Question

নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে লেখঃ           প্রশ্নমান -১

1.নিচের কোন Device টি Analog Signal কে Digital Signal এবং Digital Signal কে Analog Signal এ পরিবর্তন করে ?

a)Repeater b) Switch c) Modem d) Hub

2. HTML-table tag এর কোন attribute টি একটি table এর দুটি সন্নিহিত Cell এর মধ্যে Space দিতে ব্যবহার করা হয় ? a)Cell Spacing b) Cell Marge c) Cell Padding d) Cell Width

3. HTML এ কত প্রকার Heading tag পাওয়া যায় ?

a)6 b)3 c)2 d)1

4. HTML কোনো text এর font style পরিবর্তন করার জন্য নীচের attribute টি ব্যবহার করা হয়?

a)Patten b)Face c)Size d)Design

5. যে Protocol ব্যবহার করে mail box থেকে E-mail download করা হয় সেটি হল-

a)SMTP b)POP3 c)IMAP d)MIME

6. নিচের কোন media এর মধ্য দিয়ে data আলোক সংকেতর রুপে স্থানান্তরিত হয় ?

a)STP b)Coaxial Cable c)Fiber Optic Cable d)সবগুলি

নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:-             প্রশ্নমান -১
1.Baud rate কাকে বলে?
2.www এর কাজ কী?
3.দুটি Search Engine এর নাম লেখ ।
4.HTML এর সাহায্যে webpage এর background এ yellow কালার দেওয়ার syntax টি লেখ ।
5.HTML document এর প্রধান দুটি section কী কী ?
6.HTML এর Line Break ট্যাগের কাজ কী ?
7.HTML এ Container element  বলতে কী বোঝো ?
8.Channel Capacity বলতে কী বোঝো ?
9.IGMP  এর পূর্ণরুপ লেখো ।
10.Half Duplex এবং Full Duplex এর মধ্যে পার্থক্য লেখ ।
11.HTML  এর VALIGN attribute এর কাজ কী ?
12.HTML এর সাহায্যে নিম্নলিখিত line টিকে Bold ও Italics করার code টি লেখ ।      “New Delhi is the capital of India” ●

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:-          প্রশ্নমান -7

1.(a) HTML-এ Container এবং Empty tag এর  পার্থক্য লেখ?

   (b) HTML-এ Linking এর জন্য কোন tag ব্যবহার করা হ্য় ?

   (c) HTML-এ <TR> এবং <TD> tag এর কাজ লেখ ।

2. একটি HTML code লেখো যার সাহয্যে যে Webpage টি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থকবে :

(a)Webpage টির title দাও Modern Computer Application।

(b)Webpage টির মধ্যে সবথেকে মোটা Heading দাও “Chapter of Modern Computer Application”

(c) নিম্নলিখিত list টি তৈরি করো –

I.Logic Gate & Combinational Circuit

II.Networking

III.Database Management System

IV.Introduction to Spreadsheet

V.MS-Access

Answe

নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে লেখঃ           প্রশ্নমান -১

1.নিচের কোন Device টি Analog Signal কে Digital Signal এবং Digital Signal কে Analog Signal এ পরিবর্তন করে ?

Ansc) Modem

2. HTML-table tag এর কোন attribute টি একটি table এর দুটি সন্নিহিত Cell এর মধ্যে Space দিতে ব্যবহার করা হয় ?

Ans c) Cell Padding

3. HTML এ কত প্রকার Heading tag পাওয়া যায় ?

Ansa)6

4. HTML কোনো text এর font style পরিবর্তন করার জন্য নীচের attribute টি ব্যবহার করা হয়?

Ansb)Face

5. যে Protocol ব্যবহার করে mail box থেকে E-mail download করা হয় সেটি হল-

Ansb)POP3

6. নিচের কোন media এর মধ্য দিয়ে data আলোক সংকেতর রুপে স্থানান্তরিত হয় ?

Ans: c)Fiber Optic Cable

নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:-             প্রশ্নমান -১
1.Baud rate কাকে বলে?
Ans : কোনো নেটওয়ার্ক সিস্টেম এর মোডেমের মাধ্যমে কোনো ইলেকট্রিক সিগন্যাল প্রেরণে সময় প্রতি সেকেন্ডে যতবার দশার পরিবর্তন হয় তাকে বড রেট বলে ।

2. www এর কাজ কী?
Ans : www(World Wide Web) এর বিশাল তথ্যভান্ডার থেকে হাইপার টেক্সট পদ্ধতি ব্যবহার করে তথ্য আদান প্রদান এই প্রোটোকলের দ্বার হয় ।  এটিও ক্লায়েন্ট – সার্ভার নীতিতে কাজ করে ।

3. দুটি Search Engine এর নাম লেখ ।
Ans: Google Chrome & Internet Explorer.

4. HTML এর সাহায্যে webpage এর background এ yellow কালার দেওয়ার syntax টি লেখ ।
Ans : <BODY BGCOLOR=“YELLOW”>

5. HTML document এর প্রধান দুটি section কী কী ?
Ans : HEAD ট্যাগ : ওয়েব পেজের হেডিং দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় । এই ট্যাগের মধ্যে হেডিংটি <TITLE>………..</TITLE> ট্যাগের মধ্যে লিখতে হয় ।

• BODY ট্যাগ : এই ট্যাগের মধ্যে HTML ডকুমেন্টের সমস্ত তথ্য লেখা হয় । এটি হেড ট্যাগের পর শুরু হয় এবং </HTML> এর আগে শেষ হয় ।

6. HTML এর Line Break ট্যাগের কাজ কী ?
Ans: HTML document এর কোন লাইনের শেষ নির্দেশের জন্য লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করা হয় ।

7. HTML এ Container element  বলতে কী বোঝো ?
Ans: HTML এর যে ট্যগের শুরু এবং শেষ আছে সেই সব ট্যাগকে container element বলে ।

8. Channel Capacity বলতে কী বোঝো ?
Ans:চ্যানেল ক্যাপাসিটি বলতে কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলর তথ্য পরিবহন ক্ষমতা বোঝায় ।  অর্থাৎ কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে সর্ব্বোচ্চ যে হারে ডেটা প্রেরিত হয় তাকে ওই চ্যানেলের ক্যাপাসিটি বলে
9. IGMP  এর পূর্ণরুপ লেখো ।
Ans: Internet Group Message Protocol.

10. Half Duplex এবং Full Duplex এর মধ্যে পার্থক্য লেখ ।
Half Duplex: এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় উভয় দিকে তথ্য প্রেরণ করতে পারে তবে কখনই এক সঙ্গে নয় ।
Full Duplex: এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় এক সময়  উভয় দিকে তথ্য প্রেরণ করতে পারে । এই সিস্টেমে দুটি লাইন থাকে ।

11. HTML  এর VALIGN attribute এর কাজ কী ?
Ans: এই attribute এর সাহায্যে টেবিলের ডেটা গুলিকে সেলে top, middle এবং bottom alignment এ সাজান যায় ।
 
12. HTML এর সাহায্যে নিম্নলিখিত line টিকে Bold ও Italics করার code টি লেখ ।
     “New Delhi is the capital of India”
Ans: <B><I>New Delhi is the capital of India</I></B>

1. বড় প্রশ্নের উত্তর

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:-          প্রশ্নমান -7

1.(a) HTML-এ Container এবং Empty tag এর  পার্থক্য লেখ?

Empty TagContainer Tag
যে ট্যাগের অন্তিম ট্যাগ থাকে না তাকে Empty Tag  বলেযে ট্যাগের প্রারম্ভিক এবং অন্তিম ট্যাগ থাকে
যেমন – <BR>, <HR>যেমন – <HEAD>……..</HEAD>

   (b) HTML-Linking এর জন্য কোন tag ব্যবহার করা হ্য় ?

Ans: Linking এর জন্য <A> ট্যাগ বা আঙ্কর ট্যাগ ব্যবহার করা হ্য় । যেমন –

<A HREF=“d:\MySchool.html”> MY SCHOOL </A>

এখানে MY SCHOOL লেখাটির সাথে MySchool.html ফাইলটির লিঙ্ক করা হয়েছে ।

   (c) HTML-<TR> এবং <TD> tag এর কাজ লেখ ।

Ans: TR : HTML ডকুমেন্টের কোনো টেবিলের রো তৈরি করার জন্য TR tag ব্যবহার করা হয় ।

TD:  HTML ডকুমেন্টের কোনো টেবিলের রো তে ডেটা ইনপুট করার জন্য TD tag ব্যবহার করা হয় ।

২।বড় প্রশ্নের উত্তর

<HTML>

<HEAD><TITLE> Modern Computer Application </TITLE></HEAD>

<BODY>

<H1> Chapter of Modern Computer Application</H1>

<UL TYPE=“I”>

<LI>Logic Gate & Combinational Circuit</LI>

<LI>Networking</LI>

<LI>Database Management System</LI>

<LI>Introduction to Spreadsheet</LI>

<LI>MS-Access</LI>

</UL>

</BODY>

</HTML>

Footer Section