QUESTION & ANSWER - 2017
নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে লেখঃ প্রশ্নমান -১
1.HTML-এ কোনো List কে ক্রমানুসারে সাজানোর জন্য নীচের কোন tag টি ব্যবহার করা হয় ?
a)<UL> b)<LI> c)<OL> d) সবকটি
- নীচের কোনটি Empty Tag এর উদাহরণ ?
a)<B> b)<HR> c)<I> d)<TITLE>
- Class-C IP address-এ Net ID এর জন্য কটি Octet থাকে ?
a)1 b)2 c)3 d)4
- Webpage এর Background-এ color দেওয়ার জন্য নীচের কোন ট্যাগটি ব্যবহার করা হয় ?
a)<BODY BGCOLOR> b) <BODY BACKGROUND COLOR> c) <BODY COLOR> d) <BODY BG COLOR>
- নীচের কোনটি web browser নয় ?
a)Netscape Navigator b)Google Chrome c)Google.com d)Mozilla Firefox
- নিম্নলিখিত কোন Device টি সাধারণত LAN কে extend করতে ব্যবহার করা হ্য় ?
a)Bridge b)Router c)Repeater d)Switch
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- প্রশ্নমান -১
1.Bandwidth বলতে কী বোঝো ?
2.Network Interface Card(NIC) কী ?
3.TCP/IP কী ?
4.Firewall এর সংঙ্গা দাও ।
5.HTML-এ <TITLE> tag এর কাজ কী ?
6.HTML-এ <COMMENT> tag এর কাজ কী ?
7.HTML-এ <TH> tag এর কাজ কী ?
8.Star topology এর দুটি বৈশিষ্ট্য লেখো ।
9.10 টি device যুক্ত একটি Mesh Topology গঠন করতে কটি link প্রয়োজন ।
- Web Browser এর দুটি কাজ লেখো ।
- Social Networking এর দুটি সুবিধা লেখো ।
- HTML-এ <FONT> ট্যাগের দুটি attribute এর নাম লেখো ।
- HTML-এ কোনো text কে webpage এর মধ্যবর্তী স্থানে নিয়ে আসার Syntax টি লেখ ।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:- প্রশ্নমান -7
1.(a) HTML-এ <MARQUEE> tag বলতে কী বোঝো ?
(b) HTML-এ Hyperlink tag বলতে কী বোঝো ?
(c) HTML-এ Heading tag কত প্রকার ও কী কী ? সবথেকে ছোটো আকারের heading দেওয়ার জন্য কোন tag ব্যবহার করা হ্য় ?
(d) কোনো Table এর border এর স্থুলতা 5 দেওয়ার জন্য Syntax টি লেখ ।
- 2. একটি HTML code লেখো যার সাহয্যে যে Webpage টি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থকবে :
(a)Webpage টির title দাও This is the webpage ।
(b)Webpage টির Heading দাও Study Materials ।
(c) নিম্নলিখিত list টি তৈরি করো এবং list টির এক-একটি item এর সাথে একটি করে webpage link করো –
- Book
- Diary
- Pen
ধরে নাও Book item এর সাথে Book.html এবং Diary item এর সাথে Diary.html এবং Pen item এর সাথে Pen.html webpageগুলি লিঙ্ক থাকবে ।
ANSWER
নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে লেখঃ প্রশ্নমান -১
1.HTML-এ কোনো List কে ক্রমানুসারে সাজানোর জন্য নীচের কোন tag টি ব্যবহার করা হয় ?
Ans : d) সবকটি
- নীচের কোনটি Empty Tag এর উদাহরণ ?
Ans : b)<HR>
- Class-C IP address-এ Net ID এর জন্য কটি Octet থাকে ?
Ans c)3
- 4. Webpage এর Background-এ color দেওয়ার জন্য নীচের কোন ট্যাগটি ব্যবহার করা হয় ?
Ans : a)<BODY BGCOLOR>
- নীচের কোনটি web browser নয় ?
Ans : c)Google.com
- নিম্নলিখিত কোন Device টি সাধারণত LAN কে extend করতে ব্যবহার করা হ্য় ?
Ans : c)Repeater
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- প্রশ্নমান -১
1.Bandwidth বলতে কী বোঝো ?
Ans: কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলর সর্ব্বোচ্চ এবং সর্ব্বোনিম্ন কম্পাংকের পার্থক্য কে ওই চ্যানেলের ব্যান্ডউইথ বলে ।
- Network Interface Card(NIC) কী ?
Ans: যে ডিভাইসের দ্বার একটি computer কে অন্য computer এর সাথে ফিজিক্যালি যুক্ত করে তাকে NIC বলে
- TCP/IP কী ?
Ans: TCP/IP হল এক প্রকার প্রোটোকল যার সাহায্যে বিভিন্ন স্থানের কম্পিউটারগুলিকে নেটওয়ার্কে যুক্ত করে ।
TCP/IP এর পাঁচটি স্তর রয়েছে । এই স্তর গুলি হল
1)ফিজিক্যাল লেয়ার (Physical Layer)
2)ডেটা লিঙ্ক লেয়ার (Data link Layer)
3)নেটওয়ার্ক লেয়ার (Network Layer)
4)ট্রান্সপোর্ট লেয়ার (Transport Layer)
5)অ্যাপ্লিকেশন লেয়ার (Application Layer)
- Firewall এর সংঙ্গা দাও ।
Ans: এক সেট নিয়মনীতি মাধ্যমে কম্পিউটারের ইনকামিং ও আউটগোয়িং ডেটা প্রবাহ নিয়ন্ত্রন ও প্রয়োজনে তা ফিল্টার করা যায় তাকে ফায়ারওয়্যাল বলে ।
- HTML-এ <TITLE> tag এর কাজ কী ?
Ans: এই ট্যাগটি HEAD ট্যাগের মধ্যে থাকে । ওয়েব পেজের টাইটেল দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহৃত হয় ।
- HTML-এ <COMMENT> tag এর কাজ কী ?
Ans: HTML পেজের কোন অংশ কে comment করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় । comment করা অংশ web Browser দেখা যায় না । যেমন- <!… Comment line …>
- HTML-এ <TH> tag এর কাজ কী ?
Ans: Web pager এর কোনো টেবিলের হেডিং দেওয়ার জন্য TH ট্যাগ ব্যবহৃত হয় ।
- Star topology এর দুটি বৈশিষ্ট্য লেখো ।
1)নেটওয়ার্ক থেকে কোনো কম্পিউটার যুক্ত বা মুক্ত করা সহজ ।
2)নেটওয়ার্ককে সহজে বড়ো বা ছোট করা যায় ।
- 10 টি device যুক্ত একটি Mesh Topology গঠন করতে কটি link প্রয়োজন ।
Ans: সুত্রঃ n(n-1)/2
=10(10-1)/2
=(10×9)/2
=90/2
=45 টি লিঙ্ক প্রয়োজন ।
- HTML-এ <FONT> ট্যাগের দুটি attribute এর নাম লেখো ।
Ans: Face – অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা যায়।
Size – অ্যাট্রিবিউট ব্যবহার করে টেক্সটের আকার উল্লেখ করা যায় ।
- HTML-এ কোনো text কে webpage এর মধ্যবর্তী স্থানে নিয়ে আসার Syntax টি লেখ ।
Ans: <CENTER> SPECIFIC TEXT </CENTER>
- Web Browser এর দুটি কাজ লেখো ।
Ans: a) HTML ডকুমেন্টকে দেখার জন্য Web Browser ব্যবহার করা হয় ।
- b) ফাইল Upload, Download, E-mail ইত্যাদি পরিষেবা web browser এর সাহয্যে পাওয়া যায় ।
- Social Networking এর দুটি সুবিধা লেখো ।
Ans: a) খুব সহজে নিজের মতামত বিশ্বব্যাপি বিনিময় করা যায়।
- b) বিভিন্ন খবরা খবর খুব সহজে পাওয়া যায় ।
1. বড় প্রশ্নের উত্তর
1.(a) HTML-এ tag বলতে কী বোঝো ?
ANS: এই ট্যাগের সাহায্যে কোনো টেক্সট, ছবি, ইত্যাদি স্ক্রিনের ডানে বামে উপর নিচে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রল(Scrolling) বা চলমান করার জন্য MARQUEE ট্যাগ ব্যবহার করা হয় ।
(b) HTML-এ Hyperlink tag বলতে কী বোঝো ?
Ans: একই ডকুমেন্টের বিভিন্ন অংশ বা বিভিন্ন ডকুমেন্টের একে অন্যের সাথে সংযোগ স্থাপন করা কে হাইপারলিঙ্ক বলে। HTML হাইপারলিঙ্ক করার জন্য A ট্যাগ ব্যবহার করে এবং এর সাথে HREF নামক অ্যাট্রিবিউট ব্যবহার করে অন্য ফাইলের সাথে সংযোগের জন্য ।
যেমনঃ Click to see PENGUINS লেখাটির সাথে Dড্রাইভে থাকা test.html ফাইলের সাথে হাইপারলিঙ্ক করার কোডটি হলে
<!–<A HREF=“D:\test.html”>Click to see PENGUINS</A> –!>
(c) HTML-এ Heading tag কত প্রকার ও কী কী ? সবথেকে ছোটো আকারের heading দেওয়ার জন্য কোন tag ব্যবহার করা হ্য় ?
Ans: HTML ডকুমেন্টে কোনো হেডিং দেখানোর জন্য <H> ট্যাগ ব্যবহার করা হয় । মোট ৬ টি হেডিং ট্যাগ আছে । এগুলি হল – H1, H2, H3, H4, H5, H6 । এখানে H1 সবথেকে বড় এবং H6 সবথেকে ছোট আকারের হেডিং ট্যাগ
(d) কোনো Table এর border এর স্থুলতা 5 দেওয়ার জন্য Syntax টি লেখ ।
Ans: <TABLE BORDER=“5”>………..</TABLE>
2. বড় প্রশ্নের উত্তর
<!…
<HTML>
<HEAD><TITLE> This is the webpage </TITLE></HEAD>
<BODY>
<H1> Study Materials</H1>
<UL>
<LI> <A HREF=“D:\book.html”>Book</A></LI>
<LI> <A HREF=“D:\Diary.html”>Diary</A></LI>
<LI> <A HREF=“D:\Pen.html”>Pen</A></LI>
</UL>
</BODY>
</HTML>
