QUESTION & ANSWER - 2016
QUESTION
নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে লেখঃ প্রশ্নমান -১
1.নিচের কোনো তরঙ্গের কম্পাঙ্ক 1Ghz থেকে 300 GHz পর্যন্ত হয় ?
a)Radio wave b)Micro wave c)Infrared wave d) কোনোটি নয় ।
- .au এই domain টি কোন দেশের জন্য ব্যবহৃত হয় ?
a)Italy b)America c) Australia d)Japan
- HTML-এ webpage এর title কোন অংশের মধ্যে রাখতে হয় ?
a)Head b)Body c)a ও b উভয় d)কোনোটি নয় ।
- নীচের কোনটি Unguided Media ?
a)Infrared light b)Fiber Optic Cable c)Twisted Pair cable d)Copper Cable
- HTML document দেখতে গেলে computer এ কোন software টি থাকতে হবে ?
a)Media Player b)Vi Editor c)Notepad d)Internet Explorer
- Webpage তৈরির সময় ফাইলের Extension হতে হবে ?
a).htm b).html c).txt d).doc
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- প্রশ্নমান -১
1.HTML-এ কোনো text এর color set করার syntax টি লেখ ।
2.HTML-এ নিম্নলিখিত লাইন গুলি দেখানোর জন্য কোডটি লেখ –
- Mountain
- River
- Sea
- HTML-এ<TABLE> tag এর COLSPAN attribute এর কাজ কী ?
- Network-এ Switchএর কাজ কী ?
- CSMS/CD-র সম্পূর্ণ নাম লেখো ।
- URL এর গঠনটি লেখো ।
- E-mail এর একটি অসুবিধা লেখো ।
- UTP এবং STP সম্পূর্ণ নাম লেখো ।
- FDM এবং TDM সম্পূর্ণ নাম লেখো ।
- IP Address কাকে বলে ?
- FTP এর কাজ কী ?
- HTML-এ একটি ছবি প্রতিস্থাপন করার syntax টি লেখো ।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:- প্রশ্নমান -7
1.(a) HTML codeএর তিনটি প্রধান tag এর নাম এবং কাজের বর্ননা করো ।
(b) কোনো text কে কীভাবে subscript এবং superscript করবে HTML code সহ বর্ণনা করো ।
(c) Frameset tag এর কাজ কী? একটি webpage কে তিনটি সমান মাপের vertical frame এ ভাগ করার HTML code লেখো ।
- একটি HTML code লেখো যার সাহয্যে যে Webpage টি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থকবে :
(a)Webpage টির title দাও Sample Table ।
(b)Webpage টির Heading দাও Dry Foods ।
(c) নীচের টেবিলটি তৈরি করঃ-
Food Name | Price(Rs.) |
Cake | 30 |
Biscuit | 25 |
Cookies | 40 |
ANSWER
1.b)Micro wave
2.c) Australia
3.a)Head
4.a)Infrared light
5.d)Internet Explorer
6.b).html
1.HTML-এ কোনো text এর color set করার syntax টি লেখ ।
Ans: <FONT COLOR=“RED”> TEXT </FONT>
- HTML-এ নিম্নলিখিত লাইন গুলি দেখানোর জন্য কোডটি লেখ –
- Mountain
- River
- Sea
ANS:<!–
<HTML> <HEAD> </HEAD>
<BODY>
<UL>
<LI>Mountain</LI>
<LI>River</LI>
<LI>Sea</LI>
</UL>
</BODY> </HTML>
- HTML-এ<TABLE> tag এর COLSPAN attribute এর কাজ কী ?
Ans: টেবিলের দুই বা ততোধিক কলাম কে একটি কমালে পরিনত করতে বা একধিক কলাম কে মার্জ করতে COLSPAN attribute টি ব্যবহার করা হয় ।
- Network-এ Switch এর কাজ কী ?
Ans: Switch এর মাধ্যমে নেটওয়ার্ক তথ্য পাঠালে তথ্য সরাসরি নির্দিষ্ট কম্পিউটারে পৌছায় ফলে তথ্যের নিরাপত্ত বজায় থাকে ।
- CSMS/CD-র সম্পূর্ণ নাম লেখো ।
Ans: Carrier Sense Multiple Access with Collision Detection
- URL এর গঠনটি লেখো ।
Ans: সাধারণত URL এর 4 টি অংশ থাকে । যেমন-
Protocol://Server Name. domain name.top level domain name
- E-mail এর একটি অসুবিধা লেখো ।
Ans: E-mail এর মাধ্যমে অনেক সময় কম্পিউটার Virus আক্রান্ত হতে পারে ।
- UTP এবং STP সম্পূর্ণ নাম লেখো ।
Ans: Unshielded Twisted Pair এবং Shielded Twisted Pair
- FDM এবং TDM সম্পূর্ণ নাম লেখো ।
Ans: Frequency Dvision Multiplexing এবং Time Division Multiplexing
- IP Address কাকে বলে ?
Ans: ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসকে আলাদা আলাদা ভাবে চিহৃত করার জন্য একটি ঠিকানা প্রয়োজন । এই অ্যাড্রেসকে বলা হয় আই পি অ্যড্রেস ।
- FTP এর কাজ কী ?
Ans: নেটওয়ার্ক সিস্টেমে দুটি কম্পিউটারের মধ্যে কোনো ডেটা ফাইল ডাউনলোড এবং আপলোডের জন্য এই প্রোটোকল ব্যবহৃত হয় ।
- HTML-এ একটি ছবি প্রতিস্থাপন করার syntax টি লেখো ।
Ans: <!– <IMG SRC=“Picture file path”>
১। বড় প্রশ্ন উত্তর
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:- প্রশ্নমান -7
1.(a) HTML codeএর তিনটি প্রধান tag এর নাম এবং কাজের বর্ননা করো ।
Ans: HTML ট্যাগ : কোনো HTML ডকুমেন্টের সমস্ত ট্যাগ<!– <HTML> …….. <HTML> ট্যাগের মধ্যে থাকে ।
HEAD ট্যাগ : ওয়েব পেজের হেডিং দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় । এই ট্যাগের মধ্যে হেডিংটি <!– <TITLE>………..</TITLE> ট্যাগের মধ্যে লিখতে হয় ।
BODY ট্যাগ : এই ট্যাগের মধ্যে HTML ডকুমেন্টের সমস্ত তথ্য লেখা হয় । এটি হেড ট্যাগের পর শুরু হয় এবং <!– </HTML> এর আগে শেষ হয় ।
(b) কোনো text কে কীভাবে subscript এবং superscript করবে HTML code সহ বর্ণনা করো ।
Ans: HTML ডকুমেন্টের নির্দষ্ট কোনো লেখা কে টেক্সটের ডানদিকে নিচে (Subscript) দিকে করার জন্য <!–<!–<SUB> ট্যাগ ব্যবহৃত হয় । যেমন – H2O – <!–H<sub>2</sub>O
HTML ডকুমেন্টের নির্দষ্ট কোনো লেখা কে টেক্সটের ডানদিকে ওপরে (Superscript) দিকে করার জন্য <SUP> ট্যাগ ব্যবহৃত হয় । যেমন – <!–X<sup>2</sup> – X2
(c) Frameset tag এর কাজ কী? একটি webpage কে তিনটি সমান মাপের vertical frame এ ভাগ করার HTML code লেখো ।
(c) Frameset tag এর কাজ কী? একটি webpage কে তিনটি সমান মাপের vertical frame এ ভাগ করার HTML code লেখো ।
Ans: একটি ওয়েব পেজ কে একাধিক রো অথবা কলামে বিভিক্ত করার জন্য Frameset ট্যাগ ব্যবহৃত হয় ।
<!–<HTML>
<HEAD> <TITLE> Use of FRAMESET Tag </TITLE> </HEAD>
<FRAMESET COLS=“33%,33%,34%”>
<FRAME NAME=“left”>
<FRAME NAME=“middle”>
<FRAME NAME=“right”>
</FRAMESET>
<BODY>
</BODY>
</HTML>
২। বড় প্রশ্নের উত্তর
<!– <HTML>
<HEAD><TITLE>Sample Table </TITLE></HEAD>
<BODY>
<H1>Dry Foods </H1>
<TABLE BORDER=2>
<TR ALIGN=“CENTER”>
<TH>Food Name</TH>
<TH>Price(Rs.)</TH>
</TR>
<TR ALIGN=“CENTER”>
<TD>Cake</TD>
<TD>30</TD>
</TR>
<TR ALIGN=“CENTER”>
<TD>Biscuit</TD>
<TD>25</TD>
</TR>
<TR ALIGN=“CENTER”>
<TD>Cookies</TD>
<TD>40</TD>
</TR>
</TABLE>
</BODY>
</HTML> –!>