Networking >> Lesson-25

Question & Answer - 2015

নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে লেখঃ প্রশ্নমান -১

1.কোনো HTML Code____extension দিয়ে save করা হয়।

a).html b).htm c).htl d).hml

  1. Class C Type IP AddressNetwork ID এর প্রথম তিনটি bit হয় ?

a)001 b)001 c)110 d)111

  1. NIC এর পুর্ণরুপ হল –

a)Network Intermediate Connection b) Network Interface Card

  1. c) Network Interchange card d)কোনোটি নয় ।
  2. একটি HTML ডকুমেন্ট দেখার জন্য প্রয়োজন –

a)Internet Explorer b)Google Chrome c)MS Word d) aএবংb

  1. কোনো টেক্সট কে বোল্ড করার জন্য নীচের কোন HTML tag ব্যবহার করা হয় –

a)<B> b)<BOLD> c)a এবং b উভয় d)কোনোটি নয় ।

সংক্ষিপ্ত উত্তর দাও:- প্রশ্নমান -১

1.নিচের টেবিলটি তৈরি করার প্রয়োজনীয় HTML code লেখঃ

ABC
DEF

 

  1. HTMI-এর VALIGN attribute এর কাজ কী ?
  2. HTML-এ যে কোনো একটি text এর font color blue করার tag টি লেখো ।
  3. Internet –এ IPv4 addressing-এ Class-A address এর structure লেখো ।
  4. Container tag এবং Empty tag এর মধ্যে পার্থক্য কী ?
    • এবং
      1. এর মধ্যে পার্থক্য লেখো ।
  5. Repeater- এর কাজ কী ?
  6. Router কী কাজ করে ?
  7. Internet-এ Search Engine ব্যবহার করা হয় কেন ?
  8. URL এর পূর্ণরুপ লেখ ।
  9. Ethernet এবং Token Ring এর মধ্যে একটি পার্থক্য লেখো ।

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:- প্রশ্নমান -7

1.নীচের HTML statement গুলির ভুল নির্দেশ করে সঠিক রূপটি লেখঃ-

(a)<BODY BACKGROUND=“RED”>

(b)<FONT TYPE=“Arial”>

(c)<H1=“Center”> This is heading</H1>

(d)<A SRC=“abc.html”>

(e)<OL>1.ORANGE

        2.GRAPES

(f) <HEAD>MY SCHOOL<HEAD>

(g) <BR></BR>

  1. একটি HTML code লেখো যার সাহয্যে যে Webpage টি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থকবে :

Title of the webpage : “Eat healthy, Live healthy”

Background color : Red

Heading : KHAO PIYO RESTURENT

Image : Restaurant.jpg

An unordered list :

  • Menu
  • Reservation
  • Catering
  • Tours

ANSWER

1..html

2.110

3.<B>

4.Network Interface Card

  1. a এবং b

6.<B> 

সংক্ষিপ্ত উত্তর

1.<!– <HTML>

         <HEAD>

         <TITLE>Table </TITLE>

         </HEAD>

         <BODY>

         <TABLE BORDER=2>

<TR>

<TD>A</TD>

<TD>B</TD>

<TD>C</TD>

</TR>

<TR>

<TD>D</TD>

<TD>E</TD>

<TD>F</TD>

</TR>

</TABLE>

         </BODY>

         </HTML>

  1. HTMI-এর VALIGN attribute এর কাজ কী ?

ANS: কোনো সেলে Text এর vertical alignment সেট করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় । এই alignment সাধারণত top, middle, bottom হ্য় ।

  1. HTML-এ যে কোনো একটি text এর font color blue করার tag টি লেখো ।

Ans: <!–Modern Computer Application

  1. Internet –এ IPv4 addressing-এ Class-A address এর structure লেখো ।

Ans: IPv4 addressing-এ Class-A address এর প্রথম 8 bit Net ID এবং শেষ 24 bit Host ID

  1. Container tag এবং Empty tag এর মধ্যে পার্থক্য কী ?

Empty Tag

Container Tag

যে ট্যাগের অন্তিম ট্যাগ থাকে না তাকে Empty Tag  বলে

যে ট্যাগের প্রারম্ভিক এবং অন্তিম ট্যাগ থাকে

যেমন – <!—

<!–
,


যেমন – <!–

……..

 

  1. <UL> এবং <OL> এর মধ্যে পার্থক্য লেখো ।
  2. OL Tag

    UL Tag

    Order list তৈরি করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় ।

    Unorder list তৈরি করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় ।

      
  3.  

 

  1. Repeater- এর কাজ কী ?

Ans: এটি একটি নেটওয়ার্ক connecting ডিভাইস যা দূর্বল সিগন্যালকে সতেজ করে পুণরায় নেটওয়ার্কে পাঠানর ব্যবস্থা করে । এটি OSI model এর physical layer এ কাজ করে ।

  1. Router কী কাজ করে ?

Ans: এটি একটি নেটওয়ার্ক connecting ডিভাইস যা দুই বা ততোধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যকেট আদান প্রদান করে । এটি OSI মডেলের Network Layer এ কাজ করে ।

  1. Internet-এ Search Engine ব্যবহার করা হয় কেন ?

Ans: ইন্টারনেটের সুবিশাল তথ্য ভান্ডর থেকে নির্দিষ্ট তথ্য খুজে বের করার জন্য Search Engine ব্যবহার করা হয় । বহুল ব্যবহৃত search engine হলে Google, Yahoo. Bing ইত্যাদি ।

  1. URL এর পূর্ণরুপ লেখ ।

Ans:  Uniform Resource Locator

  1. Ethernet এবং Token Ring এর মধ্যে একটি পার্থক্য লেখো ।

     Ethernet

    Token Ring

    Ethernet, CSMA/CD পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে

    Token Ring এক প্রকার লজিক্যল টোকেন ব্যবহার করে নেটওয়ার্কের ডেটা আদান প্রদান নিয়ন্ত্রন করে । 

    এটি Bus Topology তে ব্যবহার করা হয় ।

    এটি Ring Topology তে ব্যবহার করা হয় ।

1. বড় প্রশ্নের উত্তর

1.নীচের HTML statement গুলির ভুল নির্দেশ করে সঠিক রূপটি লেখঃ-

(a)<BODY BACKGROUND=“RED”>:: Ans:<BODY BGCOLOR=“RED”>

(b)<FONT TYPE=“Arial”>:: Ans:<FONT FACE=“Arial”>

(c)<H1=“Center”> This is heading</H1> :: Ans:<H1 ALIGN=“Center”>

(d)<A SRC=“abc.html”>:: Ans:<A HREF=“abc.html”>

(e)<OL>1.ORANGE              Ans:<OL>

        2.GRAPES                                 <LI>ORANGE

                                                                <LI>GRAPES

                                                              </OL>

(f) <HEAD>MY SCHOOL<HEAD>:: Ans:<HEAD><TITLE>MYSCHOOL</TITLE></HEAD>

(g) <BR></BR>               Ans: <BR>

2. বড় প্রশ্নের উত্তর

<!– <HTML>

<HEAD><TITLE>Eat healthy, live healthy</TITLE></HEAD>

<BODY BGCOLOR=“RED”>

<H1> KHO PIO RESTURANT</H1>

<IMG SRC=“Restaurant.jpg”>

<UL>

<LI>MENU</LI>

<LI>RESERVATION</LI>

<LI>CATERING</LI>

<LI>TOURS</LI>

</UL>

</BODY>

</HTML>