Networking >> Lesson - 23
Use of MARQUEE tan in HTML
MARQUEE ট্যাগের কাজ
Marquee tag: এই ট্যাগের সাহায্যে কোনো টেক্সট, ছবি, ইত্যাদি স্ক্রিনের ডানে বামে উপর নিচে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রল(Scrolling) বা চলমান করার জন্য MARQUEE tag ব্যবহার করা হয় ।
Marquee tag এ বিভিন্ন রকম অ্যট্রিবিউট ব্যবহার করে এই ট্যাগের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যযুক্ত করা যায় । নিচে কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করা হল ।
Marquee ট্যাগের বিভিন্ন Attributer এর বর্ণনা
BEHAVIOR : এই অ্যট্রিবিউট ব্যবহার করে টেক্সট কীভাবে স্ক্রল করবে তা বোঝান হয় । সাধারণত তিন ধরনের Behavior আছে –
১। Scroll : এই অ্যট্রিবিউট সাহায্যে টেক্সট বা ছবি ডানদিক থেকে বামদিকে স্ক্রল করবে ।
২। Alternate : এই অ্যট্রিবিউট সাহায্যে টেক্সট বা ছবি ডানদিক থেকে বামদিকে এবং পুনরায় বামদিক থেকে ডানদিকে স্ক্রল করবে ।
৩। Slide : এই অ্যট্রিবিউট সাহায্যে টেক্সট বা ছবি ডানদিক থেকে বামদিকে এসে স্থির হয়ে থাকবে ।
DIRECTION: এই অ্যট্রিবিউট ব্যবহার করে টেক্সট কোনদিকে স্ক্রল করবে তা বোঝান হয় ।
১। UP : এই অ্যট্রিবিউট সাহায্যে টেক্সট বা ছবি নিচে থেকে ওপর স্ক্রল করবে ।
২। Down : এই অ্যট্রিবিউট সাহায্যে টেক্সট বা ছবি ওপর থেকে নিচে স্ক্রল করবে ।
৩। Left : এই অ্যট্রিবিউট সাহায্যে টেক্সট বা ছবি ডানদিক থেকে বামদিকে স্ক্রল করবে ।
৪। Right : এই অ্যট্রিবিউট সাহায্যে টেক্সট বা ছবি বামদিক থেকে ডানদিক স্ক্রল করবে ।
LOOP: এই অ্যট্রিবিউট ব্যবহার করে টেক্সট বা ছবি কতবার স্ক্রল করবে তা ঠিক করা যায় ।
BGCOLOR : এই অ্যট্রিবিউট ব্যবহার করে টেক্সট বা ছবি যেপথে স্ক্রল করবে তার কালার ঠিক করা যায় ।
HEIGHT : কোনো টেক্সট বা ছবি যে অঞ্চলে স্ক্রল করবে তার দৈর্ঘ্য পরিবর্তন করা যায় । এই অ্যাট্রিবিউটের মান শতকরা হিসাবে প্রকাশ করা হয় ।
WIDTH :কোনো টেক্সট বা ছবি যে অঞ্চলে স্ক্রল করবে তার প্রস্ত পরিবর্তন করা যায় ।এই অ্যাট্রিবিউটের মান শতকরা হিসাবে প্রকাশ করা হয় ।
SCROLLDELAY : কোনো টেক্সট বা ছবি দুটি JUMP এর মধ্যে কতটা সময় নেবে তাহা ঠিক করা যায় । সাধারণ বা Default মান 85 হয় ।
SCROLLAMOUNT : কোনো টেক্সট বা ছবি দুটি JUMP এর মধ্যে দূরত্ব করা যায় । সাধারণত পিক্সেল (Pixel)-এ এই অ্যট্রিবিউটের মান দেওয়া হয় । এর Default value – 6 ।
VSPACE : কোনো টেক্সট বা ছবি ওপরে ও নীচে ফাঁকা স্থান দেওয়ার জন্য এই অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় ।
HSPACE : কোনো টেক্সট বা ছবি ডানদিকে ও বামদিকে ফাঁকা স্থান দেওয়ার জন্য এই অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় ।
SRC : কোনো ছবি উৎস নির্ধারণ করা হয় এই অ্যাট্রিবিট দ্বারা ।
