Networking >> Lesson - 6

কমিউনিকেশন চ্যানেল কাকে বলে ?

যে নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে একাধিক কম্পিউটার নিজেদের মধ্যে যোগাযোগ ব্যাবস্থা স্থাপন করে তাকে কমিউনিকেশন চ্যানেল (Communication Channel) বলে ।

কমিউনিকেশন চ্যানেল দুটি শ্রেনিতে ভাগ কারা যায় ঃ-

1) তার বা Guided Media/ Channel .

2)বেতার বা Unguided Media / Channel

চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে ?

চ্যানেল ক্যাপাসিটি বলতে কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলর তথ্য পরিবহন ক্ষমতা বোঝায় ।  অর্থাৎ কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে সর্ব্বোচ্চ যে হারে ডেটা প্রেরিত হয় তাকে ওই চ্যানেলের ক্যাপাসিটি বলে

ব্যান্ডউইথ (Bandwidth) কাকে বলে ?

কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলর সর্ব্বোচ্চ এবং সর্ব্বোনিম্ন কম্পাংকের পার্থক্য কে ওই  চ্যানেলের ব্যান্ডউইথ বলে ।  অর্থাৎ কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের মধ্যে একবারে যতটা ডেটা প্রেরণ করা যায় তাকে ওই চ্যানেলের ব্যান্ডউইথ(Bandwidth)বলে ।

ডিজিট্যাল সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথ এর একক হল – Kbps (Kilo Byte Per Second), Mbps(Mega Byte Per Second), Gbps (Giga Byte Per Second) ইত্যাদি ।

অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথ এর একক হ্ল – KHz(Kilo Hertz), MHz(Mega Hertz) ইত্যাদি ।

বড (Baud) কাকে বলে ?

নেটওয়ার্ক সিস্টেম এর মোডেমের মাধ্যমে কোনো ইলেকট্রিক সিগন্যাল প্রেরণে সময় এক দশা থেকে অন্য দশাতে পরিবর্তন কে বড(Baud) বলে ।

বড রেট (Baud Rate) কাকে বলে ?

কোনো নেটওয়ার্ক সিস্টেম এর মোডেমের মাধ্যমে কোনো ইলেকট্রিক সিগন্যাল প্রেরণে সময় প্রতি সেকেন্ডে যতবার দশার পরিবর্তন হয় তাকে বড রেট(Baud Rate) বলে ।

বিট রেট (Baud Rate) কাকে বলে ?

কোনো নেটওয়ার্ক সিস্টেমে প্রতি সেকেন্ডে প্রেরক থেকে গ্রাহক এর নিকট যত স্ংখ্যক ডেটা / বিট স্থানন্তর তাকে বিট রেট(Bit Rate) বলে ।

বেসব্যান্ড নেটওয়ার্ক কাকে বলে ? এবং বৈশিষ্ট লেখ ।

যে নেটওয়ার্ক সিস্টেম এর নির্দিষ্ট তারের সমস্ত ব্যান্ডউইথ জুড়ে এক সময়ে শুধু মাত্র একটি সিগন্যাল পরিবাহিত হ্য়, তাকে বেসব্যান্ড নেটওয়ার্ক  বা Baseband Signaling বলে ।

বৈশিষ্ট :

  • সল্প দুরত্বে অর্থাৎ LAN সিস্টেমে এই পদ্ধতি ব্যবহার করা হয় ।
  • এই নেটওয়ার্কে সাধারণত টেলিফোন কেবল বা ট্যুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয় তাই খরচ কম ।
  • এই নেটওয়ার্কে সিস্টেমে মোডেম ব্যবহৃত হয় না ।
  • এই নেটওয়ার্কে সিস্টেমে ডেটা প্যাকেট আকারে প্রেরিত হয় ।

ব্রন্ডব্যান্ড নেটওয়ার্ক কাকে বলে ? এবং বৈশিষ্ট লেখ ।

যে নেটওয়ার্ক সিস্টেম এর নির্দিষ্ট তারের মধ্য দিয়ে সমস্ত ব্যান্ডউইথ জুড়ে এক সময়ে একাধিক  সিগন্যাল পরিবাহিত হ্য়, তাকে ব্রডব্যান্ড নেটওয়ার্ক  বা Broadband Signaling বলে ।

বৈশিষ্ট :

  • দীর্ঘ দুরত্বে অর্থাৎ MAN, WAN সিস্টেমে এই পদ্ধতি ব্যবহার করা হয় ।
  • এই নেটওয়ার্কে সাধারণত কো-অ্যাক্সিয়াল (Co-Axial) কেবল ও অপটিক ফাইবার কেবল ব্যবহৃত হয় তাই খরচ বেশি ।
  • এই নেটওয়ার্কে সিস্টেমে মোডেম ব্যবহৃত হয় ।
  • এই নেটওয়ার্কে সিস্টেমে ডেটা দ্রুত প্রেরিত হয় ।

বেসব্যান্ড ও ব্রন্ডব্যান্ড নেটওয়ার্ক এর মধ্যে পার্থক্য লেখ

বেসব্যান্ড নেটওয়ার্ক

ব্রন্ডব্যান্ড নেটওয়ার্ক

তথ্য আদান প্রদানের জন্য একটি মাত্র চ্যানেল ব্যবহৃত হয়

তথ্য আদান প্রদানের জন্য একধিক চ্যানেল ব্যবহৃত হয়

এই নেটওয়ার্কে সিস্টেমে ডেটা প্রেরণ গতি কম ।

এই নেটওয়ার্কে সিস্টেমে ডেটা প্রেরণ গতি বেশি ।

মোডেমের প্রযোজন হয় না

মোডেমের প্রযোজন হয় ।

 LAN সিস্টেমে এই পদ্ধতি ব্যবহার করা হয় ।

MAN ও WAN সিস্টেমে এই পদ্ধতি ব্যবহার করা হয় ।

সার্ভার কাকে বলে ? কত প্রকার ও কী কী ?

নেটওয়ার্ক সিস্টেমে উচ্চ প্রসেসিং ক্ষমতাসম্পন্ন যে কম্পিউটার সিস্টেমে সমস্ত সফওয়ার ও হার্ডওয়ার এবং সমস্ত তথ্য সঞ্চয় থাকে এবং ওই সিস্টেমের সথে যুক্ত অন্যান্য কম্পিউটার গুলিকে তা ব্যাবহার করতে দেয় তাকে সার্ভার বলে ।

নেটওয়ার্ক সিস্টেমে সাধারণত দুই ধরনের সার্ভার দেখা যায় :

১) ডেডিকেটেড সার্ভার (Dedicated Server)

২) নন-ডেডিকেটিড সার্ভার (Non-Dedicated Server)

ডেডিকেটেড সার্ভার (Dedicated Server) কাকে বলে ?

নেটওয়ার্ক সিস্টেমে যে সমস্ত কম্পিউটার সমস্ত তথ্য সঞ্চয় করে রাখে এবং ওই সিস্টেমের সাথে যুক্ত অন্যান্য কম্পিউটার গুলিকে তা ব্যাবহার করতে দেয়, তাকে ডেডিকেটেড সার্ভার বলে ।

উদাহরন ঃ ফাইল সার্ভার, মেল সার্ভার, কমিউনিকেশন সার্ভার, প্রিন্টার সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার , ডেটাবেস সার্ভার ইত্যাদি ।

নন-ডেডিকেটেড সার্ভার (Dedicated Server) কাকে বলে ?

নেটওয়ার্ক সিস্টেমে যে সমস্ত কম্পিউটার একাধারে সার্ভার ও ওয়ার্কস্টেশন হিসাবে কাজ করে তাদের কে নন-ডেডিকেটেড সার্ভার বলে ।  উদাহরন ঃ ওয়েব সার্ভার, রিয়েল টাইম কমিউনিকেশন সার্ভার ইত্যাদি ।

ওয়ার্কস্টেশন কাকে বলে ?

নেটওয়ার্ক সিস্টেমের প্রতিটি কম্পিউটার যারা নিজেদের মধ্যে বা সার্ভারের সথে তথ্যের আদান প্রদান করতে পারে তাদের প্রত্যেকটিকে এক একটি ওর্য়াকস্টেশন (Workstation)  বলে । সাধারণ কম্পিউটার থেকে ওয়ার্কস্টেশনের পার্থক্য হল ওয়ার্কস্টেশনে নেটওয়ার্ক অপরেটিং সিস্টেম ব্যবহৃত হয় । ওর্য়াকস্টেশনগুলি নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন হার্ডওয়্যার বা সফটওয়্যার ব্যবহার বা অ্যকসেস করতে পারে ।

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (Network Interface Card) / NIC

LAN বা নেটওয়ার্ক সিস্টেমে কম্পিউটারগুলি শুধুমাত্র কেবল বা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকলেই তথ্য আদান প্রদান করতে পারেনা সেই জন্য একটি নেটওয়ার্ক কার্ড বা অ্যাডাপ্টারের প্রয়োজন যাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে ।

কম্পিউটার সিস্টেমে NIC দু-ভাবে ব্যবহৃত হতে পারে –

i)মাদারবোর্ডের সাথে ইন বিল্ট (In-Built) অবস্থায় থাকে ।

ii)মাদারবোর্ডের পি সি আই স্লটে (PCI Slot) পৃথকভাবে সেট করতে হ্য় ।

Footer Section