
Networking >> Lesson - 3
নেটওয়ার্ককে কত ভাগে ভাগ করা যায় ও কী কী ?
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কাকে বলে ?
একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিধির মধ্যে উচ্চক্ষমতা সম্পন্ন তারের মাধ্যমে একাধিক কম্পিউটার যুক্ত হয়ে যে নেটওয়ার্ক স্থাপন করে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে ।
LAN এর বৈশিষ্ট্য লেখ
- এটি ব্যক্তিমালিকানাধীন নেটওয়ার্ক ।
- এর বিস্তৃতি সাধারণত ১ কিমি পর্যন্ত ।
- সাধারণত ট্যুইস্টেড পেয়ার কেবল (Twisted Pair Cable) কো-অ্যাক্সিয়াল কেবল (Co-axial Cable) দ্বারা কম্পিউটারগুলি যুক্ত হয় ।
- তথ্য প্রেরণ গতি তুলনামুলক বেশি ।
- নেটওয়ার্ক এর ত্রুটি সংশোধন সহজ ।
- এই নেটওয়ার্ক স্থাপণ খরচ কম ।
- সব ধরনের ডেটা অর্থাত টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি প্রেরণ করা যায় ।
- এই নেটওয়ার্কে কম্পিউটারগুলি বাস, রিং, এবং মেস টোপোলজিতে সজ্জিত থাকে ।
- এই নেটওয়ার্কের উদাহরন কেবল টিভি নেটওয়ার্ক ।
LAN এর সুবিধা লেখ
1)বিভিন্ন হার্ডওয়্যারগুলি ভাগাভাগি করে ব্যবহার করা যায় ।
2)তথ্য পরিবহনের খরচ কম ।
3)এই নেটওয়ার্ক এর গঠন সরল তাই রক্ষনযবেক্ষন সহজতর ।
4)অপেক্ষকৃত কম ত্রুটিপূর্ণ তথ্য পরিবহণ করা যায় ।
LAN এর অসুবিধা লেখ
1)বেশি দুরত্বে তথ্য পরিবহণ করতে পারে না ।
2)এই নেটওয়ার্কে তথ্যের নিরাপত্তা অনেক কম ।
3)কোনো কেন্দ্রীয় Backup সিস্টেম নাথাকায় তথ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ।
4)তথ্যের গোপনীয়তা কম ।
মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) কাকে বলে ?
একটি শহর বা শহরতলির বিভিন্ন স্থানের কম্পিউটার বা LAN এর মধ্যে গড়ে ওঠা নেটওয়ার্ক ব্যাবস্থাকে মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) বলে ।
মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) বৈশিষ্ট্য লেখ ।
1)এটি কোনো ব্যাক্তিমালিকানাধীন, বড সংস্থা বা সরকার মালিকানাধীন নেটওয়ার্ক ।
2)এর বিস্তৃতি সাধারণত ১০ থেকে ২০ কিমি পর্যন্ত হয় ।
3) সাধারনত কো-অ্যাক্সিয়াল কেবল (Co-axial Cable) বা ফাইবার অপটিক কেবল (Fiber Optic Cable) দ্বারা কম্পিউটার গুলি যুক্ত হয় ।
4)তথ্য প্রেরণ গতি তুলনা মূলক LAN থেকে কম ।
5)নেটওয়ার্কে ত্রুটি সংশোধন LAN থেকে কঠিন ।
এই নেটওয়ার্ক স্থাপনের খরচ LAN থেকে বেশি ।
MAN এর সুবিধা লেখ
1) ম্যানে (MAN) বেশি দুরত্বে তথ্য পরিবহন করতে পারে ।
2) ম্যানে (MAN) এ সব ধরনের তথ্য আদান প্রদান করা যায় ।
3) ব্যান্ডউইথ ব্যবহার করে খুব দ্রুত তথ্য আদান প্রদান করা যায় ।
4) তথ্য আদান প্রদান করার সুবিধা LAN থেকে বেশি ।
MAN এর অসুবিধা লেখ
1) নেটওয়ার্ক গঠনের খরচ তুলনামুলক বেশি ।
2) নেটওয়ার্কের ত্রুটি সংশোধন তুলনামুলক কঠিন ।
3) নেটওয়ার্ক পরিচালনার জন্য দক্ষ ব্যবহারকারি প্রয়োজন ।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) কাকে বলে ?
উচ্চক্ষমতাসম্পন্ন টেলিফোন নেটওয়ার্ক বা উপগ্রহ মাধ্যমে বিশ্বব্যপি ছিডিয়ে থাকা কম্পিউটারগুলির মধ্যে যোগসুত্র স্থাপন করে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে ।
যেমনঃ ইন্টারনেট ব্যবস্থা ।
WAN কে দুটি বিশেষ শ্রেনিতে ভাগ করা হয়
1) Enterprize Network x যা দেশ বা দেশের বাইরে অবস্থিত, একটি একক ব্যবস্থার সমস্ত WAN গুলি যুক্ত হয়ে যে WAN গঠন করে তাই হল Enterprize Network ।
2) Global Network x পৃথিবী ব্যাপি WAN যা আসলে ইন্টারনেটের মাধ্যমে বহু সংখ্যক দেশের মধ্যে বিসৃত নেটওয়ার্ক কে গ্লোবাল নেটওয়ার্ক বলে ।

Nice