Networking >> Lesson -20

Body, OL & UL ট্যাগের কাজ

Body ট্যাগের কাজ

HTML ডকুমেন্টের সমস্ত তথ্য BODY(……) ট্যাগের মধ্যে থাকে।

ট্যাগের সাথে বিভিন্ন অ্যাট্রিবিউট যুক্ত করে ওয়েবপেজের সৌন্দর্য বৃদ্ধি করা যায় । উল্লেখ যোগ্য বিভিন্ন অ্যাট্রিবিউট গুলি হল ।

Background – অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েবপেজে ছাবি সেট করা হয় ।

BGCOLOR –   অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েবপেজে রং সেট করা হয় ।

TEXT-  অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েবপেজে সমস্ত টেক্সটের রং পরিবর্তন করা যায় ।

BODY ট্যাগের উদাহরন

কোনো ওয়েবপেজের নির্দিষ্ট রং দেওয়ার জন্য নিম্নলিখিত HTML Coder ব্যবহার করতে হবে

<HTML>
<HEAD>
<TITLE> Use of BGCOLOR Tag </TITLE>
</HEAD>
<BODY bgcolor=red>

</BODY>
</HTML>

এখানে কালার red এর পরিবর্তে আলাদা কালার বা বিভিন্ন রং এর কোড ব্যবহার করা যায় ।

কোনো ওয়েবপেজের ব্যাকগ্রান্ডে নির্দিষ্ট ছবি দেওয়ার জন্য নিম্নলিখিত HTML Coder ব্যবহার করতে হবে

(<HTML>
<HEAD>
<TITLE> Use of BGCOLOR Tag </TITLE>
</HEAD>
<BODY Background=”C:\Users\Public\Pictures\Sample Pictures\Chrysanthemum.jpg”>

</BODY>
</HTML>)

“C:\Users\Public\Pictures\Sample Pictures\Chrysanthemum.jpg” এটি হল নির্দিষ্ট ছবি/ফাইলের  পাথ বা অ্যাড্রেস অর্থাৎ নির্দিষ্ট ছবি তোমার কম্পিউটারের যেখানে আছে ।

OL (Order List) ট্যাগের কাজ

HTML ডকুমেন্টে যদি নির্দষ্ট তালিকটি নম্বর অনুসারে পর পর প্রকাশ করতে OL ট্যাগ ব্যবহৃত হয় ।

লিস্ট তৈরি করতে OL ট্যাগের মধ্যে সব আইটেম গুলি LI ট্যাগের মধ্যে পরপর লিখতে হ্য় ।

OL ট্যাগের সাথে TYPE অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন Order List তৈরি করা যায় ।

OL (Order List) ট্যাগের উদাহরন

যেমন ঃ নিম্নলিখিত তালিকাটি প্রস্তুত করার কোড হলঃ

  1. Bengali
  2. English
  3. Computer

(<HTML>
<HEAD>
<TITLE> Use of OL Tag </TITLE>
</HEAD>
<BODY>

<OL>
<LI>Bengali</LI>
<LI>English</LI>
<LI>Computer</LI>
</OL>

</BODY>
</HTML>)

UL ট্যাগের কাজ

HTML ডকুমেন্টে যদি নির্দষ্ট তালিকটি কোনো চিহ্ন বা প্রতীক অনুসারে পর পর প্রকাশ করতে UL ট্যাগ ব্যবহৃত হয় ।

লিস্ট তৈরি করতে UL ট্যাগের মধ্যে সব আইটেম গুলি LI ট্যাগের মধ্যে পরপর লিখতে হ্য় ।

UL ট্যাগের সাথে TYPE অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন Unordered List তৈরি করা যায় ।

UL (Unordered List) ট্যাগের উদাহরন

যেমন ঃ নিম্নলিখিত তালিকাটি প্রস্তুত করার কোড হলঃ 

  • Bengali
  • English
  • Computer 

(<HTML>
<HEAD>
<TITLE> Use of OL Tag </TITLE>
</HEAD>
<BODY>

<UL>
<LI>Bengali</LI>
<LI>English</LI>
<LI>Computer</LI>
</UL>

</BODY>
</HTML>)

যেমন ঃ নিম্নলিখিত তালিকাটি প্রস্তুত করার কোড হলঃ

  • Bengali
  • English
  • Computer

(<HTML>
<HEAD>
<TITLE> Use of OL Tag </TITLE>
</HEAD>
<BODY>

<UL type=”circle”>
<LI>Bengali</LI>
<LI>English</LI>
<LI>Computer</LI>
</UL>

</BODY>
</HTML>)

নিম্নলিখিত ওয়েবপেজটির HTML কোডটি লেখঃ

Order list
  1. Bengali
  2. English
  3. Computer
Unordered List
  • Bengali
  • English
  • Computer
Unordered circle type list
  • Bengali
  • English
  • Computer
Footer Section

Leave a Reply