Networking >>Lesson - 2

তথ্য আদান প্রদানের ধরন কত প্রকার ও কী কী ?

নেটওয়ার্কিং ব্যাবস্থায় য়ুক্ত কম্পিউটার গুলি নিজেদের মধ্যে তিন প্রকারে তথ্য আদান প্রদান করে ঃ-

1) সিমপ্লেক্স মোড (Simplex)

2) হাফ ডুপ্লেক্স (Half Duplex)

3) ফুল ডুপ্লেক্স (Full Duplex)

সিমপ্লেক্স মোড (Simplex) কাকে বলে ?

এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় তথ্য প্রেরণ একদিকেই হয় ।

A ও B দুটি যন্ত্র এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় শুধু মাত্র A থেকে B তে  তথ্য প্রেরণ করতে পারে, বিপরীত দিকে নয় ।

উদাহরণ : 1) কী বোর্ড ও CPU এর মধ্যে তথ্য প্রেরণ ।

2) রিমোট ও টেলিভিশনের এর মধ্যে তথ্য প্রেরণ ।

হাফ ডুপ্লেক্স (Half Duplex) মোড কাকে বলে ?

এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় উভয় দিকে তথ্য প্রেরণ করতে পারে তবে কখনই এক সঙ্গে নয় ।

A ও B দুটি যন্ত্র এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় যখন A থেকে B তে  তথ্য প্রেরণ করে তখন B, A তে পারে তথ্য প্রেরণ  করতে পারবেনা ।

 আবার যখন B, A তে তথ্য প্রেরণ করবে তখন A থেকে B তে  তথ্য প্রেরণ করতে পারবেনা ।

উদাহরণ : Walky Talky বা CD বা DVD এর মাধ্যমে তথ্য আদান প্রদান ।

ফুল ডুপ্লেক্স (Full Duplex) কাকে বলে ?

এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় এক সময়  উভয় দিকে তথ্য প্রেরণ করতে পারে । এই সিস্টেমে দুটি লাইন থাকে ।   তাই A ও B দুটি যন্ত্র এই ধরনের নেটওয়ার্কিং ব্যাবস্থায় যখন A থেকে B  এবং B থেকে A তে  তথ্য  একসঙ্গে আদান প্রদান করতে পারে ।

উদাহরন : টেলিফোন লাইন , Internet ব্যাবস্থা ।

সিমপ্লেক্স মোড ও হাফ ডুপ্লেক্স মোড এর মধ্যে পার্থক্য লেখ

সিমপ্লেক্স মোড

হাফ ডুপ্লেক্স

এই সিস্টেমে ডেটা প্রেরন সর্বদা একমুখি

এই সিস্টেমে ডেটা প্রেরন উভয়মুখী তবে এক সাথে  নয় ।

এই সিস্টেমে একটি যন্ত্র প্রেরক এবং  অন্য যন্ত্র গ্রাহক হিসেবে কাজ করে ।

এই সিস্টেমে নির্দষ্ট সময়ে একটি যন্ত্র প্রেরক বা  গ্রাহক হিসেবে কাজ করে ।

এই মোডের ব্যবহার অনেক কম

এই মোডের ব্যবহার মাঝারী  ধরনের ।

তথ্য প্রেরণের নিশ্চয়তা প্রমাণ পাওয়া যায় না

তথ্য প্রেরণের নিশ্চয়তা প্রমাণ পাওয়া গেলেও  পেতে দেরি হয় ।

উদাহরণ : রিমট ও টেলিভিশন ।

উদাহরণ : Walki  Talki ।

হাফ ডুপ্লেক্স মোড ও ফুল ডুপ্লেক্স মোড এর মধ্যে পার্থক্য লেখ

হাফ ডুপ্লেক্স মোড

ফুল ডুপ্লেক্স

এই সিস্টেমে ডেটা প্রেরন উভয়মুখী তবে এক সাথে  নয় ।

এই সিস্টেমে ডেটা প্রেরন এক সময় উভয়মুখী ।

এই সিস্টেমে একটি মাত্র তার বা লাইন থাকে

এই সিস্টেমে দুটি  তার বা লাইন থাকে

এই মোডের ব্যবহার মাঝারী  ধরনের ।

এই মোডের ব্যবহার সর্বাধিক  ।

তথ্য প্রেরণের নিশ্চয়তা প্রমাণ পাওয়া গেলেও  পেতে দেরি হয় ।

তথ্য প্রেরণের নিশ্চয়তা প্রমাণ দ্রুত পাওয়া যায় ।

উদাহরণ : Walki  Talki ।

উদাহরণ : টেলিফোন লাইন  ।

 

Footer Section

Leave a Reply