Networking >> Lesson - 18
B, I, U, P & BR, ট্যাগের কাজ
B ট্যাগের কাজ
HTML ডকুমেন্টে কোনো টেক্সট কে Bold করতে B ট্যাগ ব্যবহার করা হয় ।
Bold - B ট্যাগের উদাহরন
<HTML>
<HEAD>
<TITLE> Work of Bold Tag </TITLE>
</HEAD>
<BODY>
<B> Modern Computer Application </B>
</BODY>
</HTML>
I ট্যাগের কাজ
HTML ডকুমেন্টে কোনো টেক্সট কে Italic করার জন্য I ট্যাগ ব্যবহার করা হয় ।
Italic - I ট্যাগের উদাহরন
<HTML>
<HEAD>
<TITLE> Work of Italic Tag</TITLE>
</HEAD>
<BODY>
<I> Modern Computer Application <I>
</BODY>
</HTML>
U ট্যাগের কাজ
HTML ডকুমেন্টে কোনো টেক্সট কে Underline করার জন্য I ট্যাগ ব্যবহার করা হয় ।
Underline - U ট্যাগের উদাহরন
<HTML>
<HEAD>
<TITLE> Work of Italic Tag</TITLE>
</HEAD>
<BODY>
<U> Modern Computer Application <U>
</BODY>
</HTML>
P ট্যাগের কাজ
ওয়েব পেজে বিভিন্ন ট্যাগের মধ্যে লেখা বাক্য গুলি পরপর এক লাইনে দেখায় । বাক্যগুলি আলাদা আলাদা লাইনে দেখাবার জন্য <P> ট্যাগ ব্যবহার করা হয় । <P> ট্যাগের সাথে ALIGN অ্যাট্রিবিউট ব্যবহার করে লাইনগুলি Left, Right ও Justify সাজানো যায় । এটি একটি কনটেনর ট্যাগ যার শুরু এবং শেষ আছে ।
Paragraph - P ট্যাগের উদাহরন
<HTML>
<HEAD>
<TITLE> Work of P Tag</TITLE>
</HEAD>
<BODY>
<P>Modern Computer Application </P>
<P>Class – XII </P>
<P>Lesson – 18 </P>
</BODY>
</HTML>
BR ট্যাগের কাজ
HTML ডকুমেন্টের কোনো লাইনের সমাপ্তি বোঝাতে <BR> ট্যাগ ব্যবহার করা হয় । <P> এবং <BR> ট্যাগের মুল পার্থক্য হল । <P> ট্যাগ ব্যবহার করে লাইন তৈরি করলে লাইনদুটির মধ্যে বেশি ফাঁকা থাকে কিন্তু <BR> ট্যাগ ব্যবহার করে লাইন তৈরি করলে লাইনদুটির মধ্যে বেশি ফাঁকা থাকে না ।
Line Break - BR ট্যাগের উদাহরন
<HTML>
<HEAD>
<TITLE> Work of BR Tag</TITLE>
</HEAD>
<BODY>
Modern Computer Application <BR>
Class – XII <BR>
Lesson – 18 <BR>
</BODY>
</HTML>
