Networking >> Lesson - 13

Different Protocols, Domain Name System(DNS) & Uniform Resource Locator (URL)

বিভিন্ন প্রকারের প্রোটোকলের বর্ননা -

IP (Internet Protocol):

IP(Internet Protocol): এই প্রোটোকল নেটওয়ার্কের সীমানার মধ্যে ডেটা প্যাকেট বা ডেটাগ্রাম আদান প্রদানের কাজ করে ।  প্যাকেট হেডারে অবস্থিত IP অ্যাড্রেস ব্যাবহার করে প্রেরক থেকে গ্রাহকের কাছে ডেটা পাঠায় । 

এই প্রোটোকলের অন্তর্গত অন্যান্য প্রোটোকলগুলি হল – IGMP, ICMP, ARP, RARP

TCP (Transmission Control Protocol)

TCP(Transmission Control Protocol) : TCP হ্ল একটি সংযুক্ত প্রোটোকল যার মাধ্যমে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ট্রাসপোর্ট লেয়ারে আসা ডেটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে ইন্টারনেট লেয়ারে পৌছে দেয় । 

UDP (User Datagram Protocol)

UDP(User Datagram Protocol) : এটি TCP এর মত End-to-End ডেটা পরিবহনে ব্যবহৃত হয়।  এটি IP অ্যাড্রেসের পোর্ট যুক্ত ব্যাবহারকারীর বিভিন্ন অনুরোধ কে আলাদা করে এবং চেকসাম (Checksum) ব্যবস্থার মাধ্যমে ডেটা অক্ষত অবস্থায় গ্রাহকের কাছে পৌছানর ব্যবস্থা করে ।  এটি একটি কানেকশনবীহিন প্রোটোকল ।

FTP (File Transfer Protocol):

FTP(File Transfer Protocol): এই প্রোটোকলের সাহায্যে একটি কম্পিউটারে থেকে অন্য একটি কম্পিউটারে ফাইল কপি করা যায় ।  এটি ক্লায়েন্ট – সার্ভার নীতিতে কাজ করে ।

HTTP( Hyper Text Transfer Protocol)

HTTP( Hyper Text Transfer Protocol) : নেটওয়ার্ক সিস্টেমে একাধিক কম্পিউটারের মধ্যে বা www(World Wide Web) এর বিশাল তথ্যভান্ডার থেকে হাইপার টেক্সট পদ্ধতি ব্যবহার করে তথ্য আদান প্রদান এই প্রোটোকলের দ্বার হয় ।  এটিও ক্লায়েন্ট – সার্ভার নীতিতে কাজ করে ।  হাইপার টেক্সটগুলি সাধারণত নীল রং হয় এবং আন্ডারলাইন হয়, এর উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে তর্জনী তোলা হাতের চিহ্ন দেখা যায় ।

TELNET (TERmanal NETwork)

TELNET(TERmanal NETwork) : এই প্রোটোকলের দ্বারা কোনো কম্পিউটার দুরবর্তী অন্য কোনো কম্পিউটারে লগ-ইন (Log-In) করে সেই কম্পিউটারের ফাইল বা প্রোগ্রামগুলি অ্যাকসেস(Access) করতে পারে ।  তবে ব্যবহারকারীকে রিমোট কম্পিউটারে প্রবেশ করার জন্য অনুমতি প্রয়োজন ।

DNS (Domain Name System):

যে পদ্ধতিতে ইন্টারনেটে ব্যবহৃত কোনো হোস্টের  IP অ্যাড্রেসের নামকরন করা হয় তাকে ডোমেন নেম সিস্টেম(Domain Name System) বলে ।

ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট অ্যড্রেস থাকে যাকে IP অ্যাড্রেস বলে কিন্তু সেটি একটি সংখ্যা যা সাধারণ ব্যবহার কারির পক্ষে মনে রাখা কষ্টসাপেক্ষ তাই এই সংখ্যার পরিবর্তে একটি নির্দিষ্ট নাম দেওয়ার ব্যাবস্থা কে ডোমেন নেম সিস্টেম বলে । 

ডোমেন নেম তিনটি বিভিন্ন অংশে বিভক্ত থাকে – জেনেরিক ডোমেন(Generic Domain), কান্ট্রি  ডোমেন (Country Domain) এবং ইনভার্স  ডোমেন (Inverse Domain)

জেনেরিক ডোমেন(Generic Domain):

জেনেরিক ডোমেন(Generic Domain): এই ডোমেন নামের ক্ষেত্রে এই স্তরটি খুব গুরুত্বপর্ণ ।  হোস্ট সিস্টেমটি কী ধরনের পরিসেবা প্রদান করবে তার উপর ভীত্তি করে হোস্টের জেনেরিক ডোমেন নির্ধারণ করা হয় । 

ডোমেন নামে ব্যবহৃত জেনেরিকের একটি তালিকা নিচে দেওয়া হল –

 

 

Generic Domain Name

Description

.com

Commercial Organisation

.edu

Educational Institute

.gov

Government Institute

.int

International Organisation

.mil

Military Group

.net

Network Service Center

.org

Nonprofitable Organisaiton

কান্ট্রি ডোমেন (Country Domain) :

কান্ট্রি  ডোমেন (Country Domain) : এই ডোমেন নাম হ্ল দেশের নামের সংক্ষেপ ।  এই ডোমেনের ফর্ম্যাট জেনেরিক ডোমেরনের মতো ।  কিন্তু এটি দুই অক্ষরের সাহায্যে সংক্ষেপে ব্যাবহার করা হয় ।  এটি অনেক সময় জেনেরিক ডোমেনের পর ব্যবহার করা হয় । যেমন- www.google.co.in

কান্ট্রি  ডোমেন একটি তালিকা নিচে দেওয়া হল –

Country Domain Name

Country ( দেশ)

.ae

সং যুক্ত আরব আমিরশাহী 

.au

অস্ট্রেলিয়

.br

ব্রাজিল

.ca

কানাডা

.in

ভারত

.it

ইটালি

.uk

ইউনাইটেড কিংডম 

.us

ইউনাইটেড স্টেটস

.jp

জাপান

ইনভার্স ডোমেন (Inverse Domain):

ইনভার্স  ডোমেন (Inverse Domain):  এটি IP অ্যাড্রেসকে নামের দ্বারা প্রকাশ করার জন্য ব্যাবহার করা হয় ।

 

URL কি ? এর গঠন উল্লেখ কর -

ইন্টারনেটে যে কোনো ওয়েবসাইটের প্রতিটি ফাইল বা ওয়েব পেজের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে ।  এই ওয়েব পেজের অ্যাক্সেস প্রোটোকল সহ সম্পূর্ণ ঠিকানাকে উইনিফর্ম রিসোর্স লোকেটর বা URL বলা হয় ।

যেমন – www.google.co.in

URL এর প্রধান তিনটি অংশ হয় –

  1. প্রোটোকল (Protocol) : ওয়েবসাইটের কোনো পেজ বা ফাইল ব্যবহারের জন্য যে প্রোটোকল ব্যবহৃত হয় তার নাম উল্লেখ করা হয় ।
  2. হোস্ট নেম (Host Name): IP অ্যাড্রেসের পরিবর্তে ব্যাবহৃত হোস্ট নেম বা ডোমেন নেম উল্লেখ করা হয় । অনেক সময় ডোমেন নেমের পর : চিহৃ দিয়ে পোর্ট নেম উল্লেখ করা হয় ।
  3. ফাইল বা পাথ নেম (File or Path Name): এই অংশে ফাইলের নাম বা পাথ নাম উল্লেখ থাকে ।

https://www.mynetedu.com/home/class/xii-subjects-list/modern-computer-application-xii/networking/lesson-1-types-of-signals/ – এই URL এর বিভিন্ন অংশ চিহ্নিত কর ।

Footer Section

Leave a Reply