Networking >> Lesson - 12
IP Addressing & Switching
Switching Technique স্যুইচিং পদ্ধতি কী ? কত প্রকার ও কী কী ?
নেটওয়ার্কে যুক্ত নোড বা কম্পিউটারগুলি একে অন্যের সঙ্গে যে পদ্ধতিতে অস্থায়ী সংযোগ স্থাপনের মাধ্যমে তথ্য আদান প্রদান করে তাকে সুইচিং বলে ।
সুইচিং পদ্ধতি প্রধানত তিন প্রকার-
1.Circuit Switching (সার্কিট সুইচিং)
2.Message Switching (মেসেজ সুইচিং)
3.Packet Switching (প্যাকেট সুইচিং)
Circuit Switching (সার্কিট সুইচিং) পদ্ধতি কী ?
এই পদ্ধতিতে ডেটা পরিবহনের জন্য টেলিফোন লাইনের মাধ্যমে দুটি কম্পিউটারের মধ্যে সার্কিট স্থাপিত হয় । যতক্ষন ডেটা প্রেরণ বা গ্রহন হয় ততক্ষন পর্যন্ত সার্কিট তথ্য আদান প্রদান করে অন্যথায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় । এই পদ্ধতিতে অডিও ভিডিও তথ্য পাঠানোর জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহৃত হয় ।

Message Switching (মেসেজ সুইচিং) পদ্ধতি কী ?
এই পদ্ধতিতে মেসেজর আকারে ডেটা কেন্দ্রীয় কম্পিউটার বা রাউটারে পাঠান হয় এবং রাউটার গ্রাহকের ঠিকানা বা অ্যড্রেস অনুসারে গ্রাহকের কাছে পাঠিয়ে দেয় । এই পদ্ধতিতে প্রেরক ও গ্রাহকের মধ্যে সরাসরি সংযোগ থাকে না । অনেক সময় নেট ওয়ার্কে কোনো ফাঁকা না থাকলে মেসেজ সারিবদ্ধ ভাবে অপেক্ষা করে এবং সুবিধা মত অবস্থায় পরপর মেসেজ গুলিকে পাঠানর ব্যবস্থা করে ।

Packet Switching (প্যাকেট সুইচিং) পদ্ধতি কী ?
WAN সিস্টেমে ডেটা পরিবহনের জন্য প্যাকেট সুইচিং একটি অন্যতম পদ্ধতি । এই পদ্ধতির মাধ্যমে ডেটা প্রেরক থেকে গ্রাহকের নিকট পাঠানর জন্য ডেটা গুলিকে ছোটো ছোটো প্যাকেটে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগে নির্দিষ্ট গ্রাহকের অ্যড্রেস থাকে । এর পর প্যাকেটগুলি নেট ওয়ার্কে ছেড়ে দিলে বিভিন্ন ওয়ার্কস্টেশনের মাধ্যমে গ্রাহকের নিকট পৌছায় । এই পদ্ধতিতে টেক্সট ডেটা পরিবহন করা হয় ।

আই পি অ্যড্রেস (IP Address ) কী ? এর বৈশিষ্ট উল্লেখ কর ।
ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসকে আলাদা আলাদা ভাবে চিহৃত করার জন্য একটি ঠিকানা প্রয়োজন । এই অ্যাড্রেসকে বলা হয় আই পি অ্যড্রেস ।
এর বৈশিষ্ট হল –
1.একই নেট ওয়ার্কে দুটি কম্পিউটারে IP Address কখন এক হবে না ।
2.একটি IP Address 32 বিট বা 4 বাইটের হয় ।
3.এই 32 বিট কে 8 বিট করে 4 টি অংশে বা অকটেটে ভাগ করা হয় ।এবং প্রতিটি গ্রুপের মান 0 থেকে 255 পর্যন্ত হয় । এই গ্রুপগুলি ডট (.) দ্বারা পৃথক করা হয় ।
4.একটি IP Address এর দুটি অংশ – Net ID এবং Host ID ।
5.IP Address গুলি 5টি শ্রেনী বা Class এ বিভক্ত থাকে ।

আই পি অ্যড্রেসিং (IP Addressing ) কী ? এর শ্রেনী বিভাগ উল্লেখ কর ।
যে পদ্ধতিতে ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসের আই পি অ্যড্রেস নির্ধারণ করা হয় তাকে আই পি অ্যড্রেসিং বলে ।
IP Address এর Net ID এবং Host ID ওপর ভিত্তি করে IP Address কে মোট 5 টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে –
Class A : এই শ্রেনির প্রথম অকটেট কে Net ID এবং বাকি তিনটি অকটেট Host ID এর জন্য ব্যবহার করা হয় । প্রথম অকটেটের মান 1 থেকে 127 হলে সেটি Class A শ্রেণির IP Address ।
Class B : এই শ্রেনির প্রথম দুটি অকটেট কে Net ID এবং বাকি দুটি অকটেট Host ID এর জন্য ব্যবহার করা হয় । প্রথম অকটেটের মান 128 থেকে 191 হলে সেটি Class B শ্রেণির IP Address ।
Class C : এই শ্রেনির প্রথম তিনটি অকটেট কে Net ID এবং শেষ অকটেট Host ID এর জন্য ব্যবহার করা হয় । প্রথম অকটেটের মান 192 থেকে 223 হলে সেটি Class C শ্রেণির IP Address ।
Class D : প্রথম অকটেটের মান 224 থেকে 239 হলে সেটি Class D শ্রেণির IP Address ।
Class E : প্রথম অকটেটের মান 240 থেকে 255 হলে সেটি Class E শ্রেণির IP Address ।

