Networking >> Lesson - 10

Network Connection Devices

হাব (Hub) কাকে বলে ?

নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সঙ্গে সমস্ত নোড বা ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সরাসরি যুক্ত থাকে তাকে হাব (Hub) বলে ।

RJ45 নামক কানেক্টর এর মাধ্যমে তার দ্বারা হাবের সঙ্গে যুক্ত থাকে । যাকে পোর্ট বলে ।

একটি হাবে 4,8,16 অথবা 24 টি পোর্ট হতে পারে । 

হাব দুই প্রকার হয় –

1)অ্যাকটিভ হাব ঃ যা কম্পিউটার যুক্ত করার পাশাপাশি রিপিটারের ন্যায় কাজ করে ।

2)প্যাসিব হাব ঃ যা শুধু মাত্র কম্পিউটার বা অন্যান্য নোড যুক্ত করার কাজে ব্যবহৃত হয় ।

Hub

রিপিটার (Repeater) কী ? এর কাজ কী ?

নেটওয়ার্ক সিস্টেমে সিগন্যাল তারের মধ্যে দিয়ে অনেক দূর  প্রবাহিত হওয়ার ফলে সিগন্যালের ক্ষমতা হ্রাস পায় যাকে শক্তিহ্রাসন (Attenuation) বলে ।  রিপিটার নামক যন্ত্রের দ্বারা এই সিগন্যালের ক্ষমতা বহুগুন বৃদ্ধি করা যায় । 

রিপিটার (Repeater) ব্যাবহারের ফলে নেটওয়ার্ক কে অনেক দূর বাড়ান যায় ।

রিপিটারের মুল কাজ হ্ল নেটওয়ার্ক এর দুর্বল সিগন্যাল কে সতেজ করে পূনরায় নেটওয়ার্ক এ পাঠান ।  

এটি OSI মডেলের Physical Layer এ কাজ করে ।

Repeater

ব্রিজ (Bridge) কী ? এর কাজ কী ?

ব্রিজ(Bridge) হল একটি কমিউনিকেশন ডিভাইস, যার দ্বারা দুটি একই বা ভিন্ন ধরনের নেটওয়ার্ক এর মধ্যে যোগাযোগ স্থাপন করা হয় । 

এর সাহায্যে একটি বড় নেটওয়ার্ক কে দুটি ভাগে ভাগ করা যায় ।

ব্রিজ একটি নেটওয়ার্ক থেকে আগত সিগন্যাল কে গ্রহন করার পর তাকে পরিবর্ধন করার পর অন্য নেটওয়ার্ক এ পাঠায় ।

মাল্টিপোর্ট ব্রিজের সাহায্যে একাধিক নেটওয়ার্ক কে একসঙ্গে যুক্ত করা যায় ।

এটি OSI মডেলের Data Link Layer এ কাজ করে ।

Bridge

রাউটার বা রুটার (Router) কী ? এর কাজ কী ?

রাউটার (Router)হল এমন একটি কমিউনিকেশন ডিভাইস, যার দ্বারা একটি বড়ো নেটওয়ার্ক এর মধ্যে তথ্য আদানপ্রদান করা হয় । 

এর সাহায্যে একাধিক নেটওয়ার্ক কে যুক্ত করা যায় ।

একটি কম্পিউটার থেকে যখন নেটওর্য়াকের অন্য কম্পিউটারে তথ্য পাঠান হয় তখন তথ্য প্রথমে রাউটারের কাছে আসে সেখান থেকে গ্রাহক ও প্রেরক কম্পিউটার এর ঠিকানা যাচাই করে নির্দিষ্ট নেটওয়ার্ক বা কম্পিউটার এ পাঠায় ।

রাউটারের মধ্যে একটি নেটওয়ার্ক এর সমস্ত পথ এর বিবরন থাকে, যার সাহায্যে রাউটার সিদ্ধান্ত নিতে পারে যে কোন পথে তথ্য দ্রুত গন্তব্যে পৌছাবে ।

এটি OSI মডেলের Network Layer এ কাজ করে ।

Router

গেটওয়ে (Gateway) কী ? এর কাজ কী ?

প্রতিটি নেট ওয়ার্কে তথ্য আদান প্রদানের জন্য নির্দিষ্ট নিয়ম থাকে যাকে প্রোটোকল বলে । আলাদা আলাদা নেটওয়ার্ক আলাদা আলাদা প্রোটোকল ব্যাবহার করে ।

 নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রোটোকলে যুক্ত থাকা নেটওয়ার্ক এর মধ্যে নির্দিষ্ট ডেটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠান হয় তাকে গেটওয়ে (Gateway)  বলে ।

গেটওয়ে ব্রিজ এবং রাউটার উভয়ের ন্যায় কাজ করে ।  এটি OSI মডেলের Application Layer ছাড়ও Presentation Layer, Session LayerTransport Layer এ কাজ কারে ।

Gateway

স্যুইচ (Switch) কী ? এর কাজ কী ?

সুইচ (Switch) একটি টেলিকমিউনিকেশন ডিভাইস, যা দেখতে হাবের মত । 

হাবের ন্যায় একে কেন্দ্রীয় নোড হিসাবে ব্যবহার করা হয় ।

এটি সধারণত নেটওয়ার্ক সম্প্রসারনের কাজে ব্যাবহার করা হয় । 

গঠনগত দিক থেকে হাব ও সুইচ একই হলেও সুইচে প্রেরক থেকে তথ্য সরাসরি গ্রাহকের কাছে পৌছায় ফলে তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা বেশী ।

Switch

হাব(Hub) ও স্যুইচ (Switch) এর মধ্যে পার্থক্য লেখ ।

হাব(Hub)

স্যুইচ(Switch)

হাবে যুক্ত কম্পিউটার তথ্য প্রেরণ করলে তা সমস্ত পোর্টে প্রেরিত হয় ।

স্যুইচে যুক্ত কম্পিউটার তথ্য প্রেরণ করলে তা শুধু মাত্র গ্রাহকের কাছেই পৌছায় ।

OSI মডেলের Physical  লেয়ারে কাজ করে ।

OSI মডেলে Data Link লেয়ারে কাজ করে ।

এটি একটি Passive ডিভাইস

এটি একটি Active ডিভাইস

ব্রিজ (Bridge) ও রাউটার (Router) এর মধ্যে পার্থক্য লেখ ।

ব্রিজ ( Bridge )

রাউটার (Router)

ব্রিজ LAN সিস্টেমে ব্যবহৃত হয় ।

ব্রিজ LAN, WAN সিস্টেমে ব্যবহৃত হয় ।

OSI মডেলের Data Link   লেয়ারে কাজ করে ।

OSI মডেলে Network লেয়ারে কাজ করে ।

MAC(Media Access Control) অ্যাড্রেস ও প্রেরক পোর্টের মাধ্যমে গ্রাহকের কাছে তথ্য প্রেরিত হয় ।

রাউটার IP Address এর মাধ্যমে গ্রাহকের কাছে তথ্য প্রেরিত হয় ।

Footer Section

Leave a Reply