Networking >> Lesson - 14

Internet, Intranet, Extranet, ISP, Modem & Web Browser

ইন্টারনেট (Internet) কাকে বলে ?

ইন্টারনেট হল ইনটার কানেক্টেড নেটওয়ার্ক(Inter Connected Network) । সমস্ত বিশ্বব্যাপী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নেতওয়ার্ক যুক্ত হয়ে এক বিশাল নেটওয়ার্কই হল ইন্টারনেট ।

ইন্টারনেটের ক্রমবিকাশ (Evolution of Internet)

  • 1968 সালে আমেরিকার প্রতিরক্ষা দফতর সামরিক আক্রমনের ঘটনার ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য IMP(Interface Message Process) তৈরির উদ্যগী হয় এবং NWG(Networking Group) তৈরি হয় যারা ইন্টারনেটের প্রথম প্রোটোকল তৈরি করে ।
  • 1969 এ ARPANET(Advanced Research Projects Agency Network) নামে প্রথম ইন্টারনেট ব্যাবস্থা চালু করে ।
  • 1981 সালে ARPANET এবং NSF(National Science Foundation) মিলে ইন্টারনেটের পরিধি বৃদ্ধি করে ।
  • 1992 সালে 5 লক্ষ হোস্ট বা কম্পিউটার ইন্টারনেট ব্যাবস্থায় যুক্ত হয়ে ইন্টারনেট সোসাইটি তৈরি হয় ।
  • ভারতে ERNET(Educational Research Network) এর মাধ্যমে 1986 তে ইন্টারনেট ব্যাবস্থার সুচনা হয় ।এর পর 1995 সালের 14 ই আগস্ট সর্বসাধারনের জন্য VSNL(Videsh Sanchar Nigam Limited) ইন্টারনেট ব্যাবস্থা চালু করে ।
  • Vint Cerf কে TCP/IP তৈরির জন্য ইন্টারনেটের জনক বলে ।

ইন্টারনেটের ব্যাবহার

  • তথ্য আদান প্রদানের জন্য।
  • ব্যাবসা বানিজ্যে ।
  • শিক্ষাক্ষেত্রে ।
  • চিকিৎসাক্ষেত্রে ।
  • বিনোদনের ক্ষেত্রে ।

ইন্টারনেট ব্যাবহারের অসুবিধা

  • ইন্টারনেট ব্যাবহারের ফলে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে ।
  • তথ্যের নিরাপত্তা অনেক কমে গেছে ।

ইন্টারনেট সংযোগের জন্য কী যন্ত্রাংশ প্রয়োজন

  • ইন্টারনেট সংযোগের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হল-
  • কম্পিউটার
  • মোডেম
  • টেলিফোন / মোবাইল লাইন
  • আই এস পি (ISP)
  • Web Browser Software

ইন্ট্রানেট(Intranet) কাকে বলে ?

এটি একটি ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা যা ইন্টারনেট ব্যবহার করে কোন সংস্থার পরিচালিত সিস্টেমকে পরিচালনা করে তাকে ইন্ট্রানেট(Intranet) বলে।

যেমন-কোনো Bank এর কোর Banking System,

এক্সট্রানেট(Extranet) কাকে বলে ?

কোনো কোম্পানির ইন্ট্রানেটের অংশকে বাইরের ব্যবহারকারীদের ব্যবহার করার অনুমতি প্রদান করার ব্যবস্থা কে এক্সট্রানেট বলে ।

যেমন- Net banking, Mobile Banking ইত্যাদি পরিসেবা ।

আই এস পি (ISP) সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

  • ISP এর পুর নাম Internet Service Provider যা ইন্টারনেট প্রদান কারি সংস্থা ।
  • এই সংস্থা ইন্টারনেট সেবা প্রদান করে, ডোমেন নেম রেজিস্টার করে, ওয়েব হোস্টিং করে, ডায়াল আপ ও লিজড লাইন সংযোগ প্রদান করে।
  • এই সংস্থা বিভিন্ন স্তরে কাজ করে । যেমন- স্থানীয়(Local), আঞ্চলিক(Regional) এবং জাতীয় (National) ।
  • ভারতে বিভিন্ন ISP হল – BSNL, Jio, Vodafone, Airtel ইত্যাদি ।

মোডেম (Modem ) সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

  • মোডেম (Modem ) বলতে মডিউলেটর-ডিমডিউলেটর কে বোঝায় ।
  • এই যন্ত্র কম্পিউটার কে ইন্টারনেটের সাথে যুক্ত করে ।
  • মোডেম, মডিউলেটর হিসাবে ডিজিট্যাল সিগ্যানাল কে অ্যানালগ সিগ্যানেলে রুপান্তরিত করে এবং ডিমডিউলেটর হিসাবে অ্যানালগ সিগ্যানাল কে ডিজিট্যাল সিগ্যানেলে রুপান্তরিত করে ।
  • মোডেম প্রধানত দুই প্রকার – ইন্টারনাল মোডেম এবং এক্সটারনাল মোডেম ।

WWW (World Wide Web) সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

  • WWW বিশ্বব্যাপি কম্পিটারের মধ্যে ছড়িয়ে তথ্যের এক বিশাল ভান্ডার ।
  • 1989 সালে টিম বর্নাস লি(Tim Berners Lee) www এর সুচনা করেন ।
  • এটি হাইপারটেক্সট ট্রানেস্ফার প্রটোকল (HTTP) এর মাধ্যমে তথা সরবরাহ করে ।
  • এটি একটি বিতরিত ক্লায়েন্ট সার্ভার (Distributed Client Server) পরিসেবার মাধ্যমে তথ্য আদান প্রদান করে ।

ওয়েব ব্রাউজার কাকে বলে ?

যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে WWW থেকে ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েব সাইটের তথ্য উপস্থাপন করা হয় অথবা দুরবর্তী কোনো সার্ভার সাথা যোগাযোগ স্থাপন করা হয় তাকে ওয়েব ব্রাউজার(Web Browser) বলে ।

কয়েকটি উল্লেখযোগ্য ওয়েব ব্রাউজার হল- ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, ফায়ার ফক্স, অপের, সফারি ইত্যাদি ।

ওয়েব ব্রাউজার কত প্রকার ও কী কী ? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরন দাও

ওয়েব ব্রাউজার দুই ধরনের হয় –

টেক্সট বেসড ব্রাউজার – এই ধরনের ব্রাউজারে শুধুমাত্র ওয়েব পেজের লেখা দেখা যায় । লেখা ছাড়া অন্যান্য বিষয় যেমন – ছবি, অ্যানিমেশন, শব্দ ইত্যাদি এই ব্রাউজারে দেখা যায় না । যেমন- Lynx

গ্রাফিক্যাল ব্রাউজার – এই ধরনের ব্রাউজারে ওয়েব পেজের ছবি, টেকস্ট, অ্যানিমেশন, শব্দ ইত্যাদি বিষয় এই ব্রাউজারে দেখা যায় ।

যেমন- ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, ফায়ার ফক্স, অপের, সফারি ইত্যাদি ।

Footer Section

Leave a Reply