Networking >> Lesson - 16

তোমার মোবাইলে HTML ফাইল চালানর পদ্ধতি

এইচ টি এম এল (HTML) এর ছোট্ট ইতিহাস

  • সমস্ত ওয়েব সাইট এক বা একাধিক পাতা থাকে যাদের ওয়েব পেজ বলে । এই ওয়েব পেজগুলি লেখা হয় HTML(Hyper Text Markup Language) দিয়ে ।
  • 1989 সালে Switzerland এর Tim-Berners-Lee প্রথম এর ভাষা উদ্ভাবন করেন ।
  • এটি একটি ওয়েবপেজ তৈরি করার ভাষা কিন্তু Programming Language নয় । এর দ্বারা ওয়েব পেজের উপাদনগুলি সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করা হয় ।
  • সবচেয়ে কারেন্ট HTML ভার্সান হল HTML 5.2

HTML এর বৈশিষ্ট্য -

  • HTML (Hyper Text Markup Language) বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে ওয়েবের উপাদান গুলি সুবিন্যস্ত ভাবে উস্থাপন করে ।
  •  
  • সব ধরনের তথ্য যেমন- Text, Audio, Video, Animation ইত্যাদি HTML এর দ্বারা প্রকাশ করা যায় ।
  •  
  • একটি HTML ডকুমেন্ট অন্য একাধিক HTML ডকুমেন্টের সাথে সংযোগ স্থাপন করতে পারে যাকে Hyper link বলে ।
  •  
  • HTML এ ইউনিকোড (UNICODE-Universal Code) যুক্ত হওয়ায় যে কোনো আঞ্চলিক ভাষা ওয়েব পেজে পড়া যায় ।

HTML ট্যাগ (Tag) কী ?

  • HTML (Hyper Text Markup Language) হল মুল হল ট্যাগ (Tag) ।
  • ট্যাগ < এবং > চিহ্নের মধ্যে আবদ্ধ ।
  • ট্যাগ প্রধানত দুপ্রকার যথা –
  • 1) Container Tag – যার প্ররম্ভিক এবং অন্তিম ট্যাগ থাকে । যেমন-<HTML> …….. <HTML>

             2) Empty Tag – যার কোনো অন্তিম ট্যাগ থাকে না । যেমন – <BR>, <P> ইত্যাদি ।

  • একটি ট্যাগের সাথে একাধিক ধর্ম বা Attribute থাকে, যা প্ররম্ভিক ট্যাগের মধ্যে লিখতে হয় ।

HTMLএর প্রধান ট্যাগ গুলির সংক্ষিপ্ত বিবরণ -

  • HTML ট্যাগ : কোনো HTML ডকুমেন্টের সমস্ত ট্যাগ……..ট্যাগের মধ্যে থাকে ।
  • HEAD ট্যাগ : ওয়েব পেজের হেডিং দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় । এই ট্যাগের মধ্যে হেডিংটিট্যাগের মধ্যে লিখতে হয় ।
  • TITLE ট্যাগ : এই ট্যাগটি HEAD ট্যাগের মধ্যে থাকে । ওয়েব পেজের টাইটেল দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহৃত হয় ।
  • BODY ট্যাগ : এই ট্যাগের মধ্যে HTML ডকুমেন্টের সমস্ত তথ্য লেখা হয় । এটি হেড ট্যাগের পর শুরু হয় এবং এর আগে শেষ হয় ।

HTML ডকুমেন্টের মুল গঠন -

একটি HTML ডকুমেন্টের দুটি অংশে বিভক্ত – হেড (HEAD)  এবং বডি (BODY) । হেড অংশে ওয়েবপেজের টাইটেল এবং বডি অংশে বাকি সমস্ত ট্যাগ থাকে ।

একটি HTML ডকুমেন্টের মুল গঠন নিম্নরুপ –

<!– <HTML>

           <HEAD>

                       <TITLE>………………</TITLE>

           </HEAD>

           <BODY>

              –

              –

              –

              –

            </BODY>

</HTML>

HTML ডকূমেন্ট কীভাবে তৈরি করবো ?

HTML ডকুমেন্ট তৈরির জন্য একটি টেক্স এডিটর (Text Editor) এবং ঐ  HTML ডকুমেন্ট দেখার জন্য একটি ওয়েব ব্রাউজার (Web Browser) লাগবে ।

Step 1: প্রথমে HTML ডকুমেন্টটি Notepadএ নির্দিষ্ট নিয়মে টাইপ করতে হবে ।

Step 2: এই ফাইলটির Extension নাম .html দিয়ে সেভ করতে হবে ।

Step 3: ফাইলটি যে ফোল্ডারে সেভ করা হয়েছে সেখানথেকে নির্দিষ্ট্য ফাইলের ওপর রাইট ক্লিক করে Open with -> Google Chrome অথবা Internet Explorer ওয়েব ব্রাউজার সিলেক্ট করলে Web Pageটি ব্রাউজারে দেখা যাবে ।

Footer Section

Leave a Reply