Create Query in MS Access

MS Access Lesson-6

Create Query in MS Access

Create Query in MS Access

উইজার্ড ব্যাবহার করে কোয়্যারি তৈরি করা (Create Query Using Wizard)

Ø নির্দিষ্ট ডেটাবেস ওপেন করলাম ।

Ø যে টেবিলের উপর নির্ভর করে কোয়্যারি (Query) তৈরি করতে হবে বামদিকের নেভিগেশন পেন থেকে সেই টেবিল কে সিলেক্ট করতে হবে ।

Ø Create ট্যাবের Other কম্যান্ডগ্রুপের Query Wizard বটনে ক্লিক করলে New Query   ডায়লগ বস্ক খুলবে সেখান থেকে Simple Query Wizard সিলেক্ট করে OK বটনে ক্লিক করতে হবে । তাহলে Simple Query Wizard ডায়লগ বস্ক খুলবে ।

Ø এই বস্কে Available Fields এর ঘরে ওই টেবিলের ফিল্ড গুলি দেখতে পাওয়া যাবে যে যে ফিল্ড নিয়ে কোয়্যারি তৈরি করতে হবে সেই ফিল্ড সিলিক্ট করে  (>) বটনে ক্লিক করে Selected Fields এর ঘরে নিয়ে যেতে হবে । এবং Next বটনে ক্লিক করতে হবে ।

Ø Detail  সিলেক্ট করে Next বটনে ক্লিক করতে হবে । 

Ø  কোয়্যারি Title দেওয়ার পর Finish বটনে ক্লিক করতে হবে । 

কোয়্যারিডিজাইন ব্যাবহার করে কোয়্যারি তৈরি করা (Create Query Using Query Design)

Ø নির্দিষ্ট ডেটাবেস ওপেন করলাম ।

 Ø Create ট্যাবের Other কম্যান্ডগ্রুপের Query Design বটনে ক্লিক করলে Show Table ডায়লগ বস্কসহ কোয়্যারি ট্যাব খুলবে ।

Ø Show Table ডায়লগ বস্ক থেকে টেবিল / টেবিলগুলি সিলেক্ট করে Add বটনে ক্লিক করে কোয়্যারি উইন্ডোতে যুক্ত করতে হবে ।

Ø টেবিলের নাম সহ ফিল্ড নেম গুলি দেখতে পাওয়া যাবে । যে যে ফিল্ড নিয়ে কোয়্যারি তৈরি করতে হবে পরপর সেই ফিল্ডগুলির ওপর ডবল ক্লিক করলে সেই ফিল্ডগুলি নিচের গ্রীডে যুক্ত হবে ।

Ø কুইক অ্যাক্সেস টুলবার থেকে Save বটনে ক্লিক করলে Save as ডায়লগ বস্ক খুলবে সেখানে কোয়্যারির নাম টাইপ করে OK বটনে ক্লিক করতে হবে ।

Ø এবং Run বটনে ক্লিক করলে কোয়্যারিটি ডেটাসিট ভিউতে দেখা যাবে ।

বিভিন্ন প্রকারের কোয়্যারি এবং তার কাজ

সিলেক্ট কোয়্যারি(Select Query):

এই কোয়্যারি ব্যাবহার করে তথ্য ডেটাশিট ভিউতে দেখা যায় । এই কোয়্যারি বিভিন্ন টেবিল বা কোয়্যারি থেকে নির্দিষ্ট রেকর্ড খুজে বের করে । ডিজাইন ভিউ বা উইজার্ডের মাধ্যমে সিলেক্ট কোয়্যারি তৈরি করা হয় । এই কোয়্যারির সাহায্যে শুধুমাত্র তথ্য দেখা যায় কিন্তু কোনো প্রকার পরির্বন করা যায় না ।

ক্রসট্যাব কোয়্যার(Cross Tab Query):

এই কোয়্যারি এর প্রাপ্ত ফলাফল গ্রিডের মাধ্যমে দেখা যায় । এটি গ্রুপভিত্তিক ডেটা দেখায় । এই কোয়্যারিতে Sum, Average, Count ইত্যাদি এগ্রিগেট ফাংশন ব্যাবহার করা যায় ।

মেক টেবিল কোয়্যারি( Make Table Query):

এই কোয়্যারি ব্যাবহার করে কোনো টেবিল বা কোয়্যারির ডেটা কপি করে নুতন টেবিল তৈরি করা যায় ।

আপডেট কোয়্যার ( Update Query):

এই কোয়্যারি এর  মাধ্যমে কোনো টেবিলের রেকর্ড পরির্বতন করা যায় কিন্তু রেকর্ড যুক্ত বা ডিলিট করা যায় না ।

ডিলিট কোয়্যার ( Delete Query):

এই কোয়্যারি এর  মাধ্যমে কোনো টেবিলের রেকর্ড ডিলিট করা যায় ।

অ্যাপেন্ড কোয়্যার ( Append Query):

এই কোয়্যারি এর  মাধ্যমে কোনো টেবিলের রেকর্ড যুক্ত  করা যায় ।

সিলেক্ট ও ক্রসট্যাব কোয়্যারির মধ্যে পার্থক্য লেখ (Difference Between Select Query  and Cross tab Query)

Select QueryCrosstab Query
তথ্য ডেটাশিট ভিউতে প্রদশিত হয়তথ্য গ্রিডের মাধ্যমে প্রদশিত হয় ।
তথ্য শুধুমাত্র উলম্বভাবে গ্রুপ করতে পারেতথ্য শুধুমাত্র উলম্বভাবে এবং অনুভুমিকভাবে গ্রুপ করতে পারে
টেবিলের ডেটার উপর গনণার কাজ করতে পারে না ।টেবিলের ডেটার উপর Sum, Average ইত্যাদি গনণার কাজ করতে পারে ।
এই কোয়্যারির প্রাপ্ত তথ্য বিশ্লেষন করা গেলেও উপস্থাপনা সুসংগঠিত হয় না ।এই কোয়্যারির প্রাপ্ত তথ্য বিশ্লেষন করা যায় এবং তথ্যের উপস্থাপনা সুসংগঠিত হয় ।

টেবিলে ও কোয়্যারির মধ্যে পার্থক্য লেখ (Difference Between Table and Query)

Table Query
Øটেবিলের মাধ্যমে ডেটাবেসে তথ্য সংরক্ষন করা হয় ।Ø টেবিলের থেকে তথ্য খুজে বের করতে কোয়্যারি ব্যাবহার করা হয় ।
Ø টেবিলের তৈরি করতে কোয়্যারির ওপর নির্ভর করতে হয় না ।Ø কোয়্যারি তৈরি করতে টেবিলের ওপর নির্ভর করতে হয় ।
Ø টেবিল মুছে দিলে কোয়্যারি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ।Ø কোয়্যারি মুছে দিলে টেবিল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না ।
Go To Lesson_5
Go To Lesson_7
Create Query in MS Access

Leave a Reply