Logic Gates & Conbinatioanl Circuits >> Lesson-4

Level of Circuit (সার্কিটের স্তরবিন্যাস)

সার্কিট বিন্যাস কাকে বলে ?

ডিজিট্যাল সার্কিটের ইনপুট এবং আউটপুটের মাঝখানে লজিক গেটগুলি বিভিন্ন স্তরে অবস্থান কোরে যখন কোন সার্কিট গঠন করে তাকে সার্কিট বিন্যাস বলে ।

সার্কিট বিন্যাস দ্বিস্তরীয়(Two Level), ত্রিস্তরীয়(Three Level) ইত্যাদি ভাবে বিন্যাস্ত থাকে ।

দ্বিস্তরীয়(Two Level) সার্কিট বিন্যাস কাকে বলে ?

যে সমস্ত ডিজিট্যাল সার্কিটে লজিক গেট গুলি দুটি স্তরে বিন্যাস থাকে তাকে দ্বিস্তরীয় সার্কিট বলে ।

সাধারণত দুই ধরনের দ্বিস্তরীয় সার্কিট হয় –

1.AND – OR সার্কিট ( SOP সার্কিট ও বলা যায়)

2.OR – AND সার্কিট ( POS সার্কিট ও বলা যায় )

AND - OR সার্কিট (SOP) সার্কিট বিন্যাস কাকে বলে ?

এই ধরনের সার্কিটে প্রথম স্তরে একাধিক AND গেটের মাধ্যমে সমান্তরালে অবস্থান করে এবং এই আউটপুট গুলি দ্বিতীয় স্তরে OR গেটের ইনপুট হয়ে আউটপুট প্রদান করে ।

OR - AND সার্কিট(POS) সার্কিট বিন্যাস কাকে বলে ?

এই ধরনের সার্কিটে প্রথম স্তরে একাধিক OR গেটের মাধ্যমে সমান্তরালে অবস্থান করে এবং এই আউটপুট গুলি দ্বিতীয় স্তরে AND গেটের ইনপুট হয়ে আউটপুট প্রদান করে ।

Footer Section

Leave a Reply