Logic Gate & Combinatioanl Circuit >> Lesson - 9

ENCODER (এনকোডার)

এনকোডার (Encoder) কাকে বলে ?

যে প্রক্রিয়ায় কম্পিউটারের ইনপুট তথ্যগুলি সমতুল্য বাইনারি কোডে (0,1) রুপান্ত্রিত হয় তাকে এনকোডিং বলে । এই এনকোডিং করার কাজ যে কম্বিনিশনাল লজিক সার্কিট করে তাকে এনকোডার বলে ।

অথবা

যে কম্বিনেশনাল লজিক সার্কিট দ্বারা কোনো ইনপুট সিগ ন্যাল কে সমমানের বাইনারি কোডে পরিণত করে তাকে এনকোডার বলে ।

একটি এনকোডারে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট থাকে ।

যেমন- অক্টাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি ।

এককোডারের (Encoder) ব্লক ডায়াগ্রাম

অক্টাল থেকে বাইনারি (Octal to Binary) এককোডারের ব্লক ডায়াগ্রাম

অক্টাল থেকে বাইনারি (Octal to Binary) এককোডারের ট্রুথ টেবিল

অক্টাল থেকে বাইনারি (Octal to Binary) এককোডারের লজিক চিত্র

ডেসিমাল বাইনারি (Decimal to Binary) এককোডারের ব্লক ডায়াগ্রাম

ডেসিমাল বাইনারি (Decimal to Binary) এককোডারের ট্রুথ টেবিল

ডেসিমাল বাইনারি (Decimal to Binary) এককোডারের লজিক চিত্র

এনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য লেখ

এনকোডার

ডিকোডার

এই লজিক সার্কিট অক্টাল, ডেসিমাল ও হেক্সাডেসিমাল নম্বর কে বাইনারি নাম্বারে রুপান্তরিত করে ।

এই লজিক সার্কিট বাইনারি নম্বারকে অক্টাল, ডেসিমাল ও হেক্সাডেসিমাল নাম্বারে রুপান্তরিত করে ।

এই লজিক সার্কিট তৈরির জন্য OR গেট ব্যবহৃত হয় ।

এই লজিক সার্কিট তৈরির জন্য NOTএবং AND গেট ব্যবহৃত হয় ।

Footer Section

Leave a Reply