Simple Select Query_MyNetEdu

Database Management System

Lesson – 15

Simple Select Query

এই লেসনে আমরা Simple Select Query সম্পর্কে পড়বো

SQL(Structured Query Language)  কী ? এবং এর বৈশিষ্ট্য লেখ ।

এর সম্পূর্ণ নাম Structured Query Language। রিলেশননাল ডেটাবেস ম্যনেজমেন্ট সিস্টেম সফটওয়ার কম্পিউটার সিস্টেমে ইনস্টল করার পর ডেটাবেস সংক্রান্ত সব ধরনের কাজ পরিচালন করার জন্য SQL ব্যবহৃত হয় । এটি চতুর্থ প্রজন্মের ভাষা । 1970 সালে Dr. E.F. Codd প্রথম এর ব্যাবহার সুচনা করেন । পরে 1979 সালে বনিজ্যিক ভাবে Oracle Corporation সর্বপ্রথম Oracle V2 নামে RDBMS সফটওয়ার প্রবর্তন করেন । এরপর 1986 সালে ANSI এবং ISO – RDBMS এর Language হিসাবে SQL ব্যাবহার সুরু করেন ।

SQL(Structured Query Language) এর বৈশিষ্ট্য লেখ ।

  • এটি সাধারণত ইংরেজি ভাষার কোয়্যারি ল্যাঙ্গুয়েজ । যার ফলে ব্যাবহা রকারীর কম্যান্ড মনে রাখতে সুবিধা হয় ।
  • এটি Non Procedural কোয়্যারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রয়োজনীয় তথ্য দিলেই সঠিক ফলাফল পাওয়া যায় ।
  • ডেটাবেস তৈরি এবং রক্ষনাবেক্ষনের সময় কম লাগে ।
  • এটি ব্যাবহার করে ডেটাবেস সিস্টেমের টেবিল তৈরি করা, টেবিলে তথ্য প্রবেশ করান, তথ্য আপডেট করা, তথ্য মুছে ফেলা ইত্যাদি কাজ করা য়ায ।
  • SQL এর প্রধান উপাদানগুলি হল – ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ(DDL), ডেটা মেনিপুলেশন ল্যাঙ্গুয়েজ(DML), ডেটা কোয়্যারি ল্যাঙ্গুয়েজ(DQL) ।

SQL স্টেটমেন্ট কী ? কোয়্যারি কীভাবে গঠন করবে ?

SQL স্টেটমেন্ট সাধারণত কতগুলি কি-ওয়ার্ড বা ক্লজ নিয়ে তৈরি । যেমন- Select, From, Where ইত্যাদি ।

SQL এর গঠন ঃ-

SELECT <Column Name1>, <Column Name2> FROM <Table Name>;

SELECT <Column Name1>, <Column Name2> FROM <Table Name> WHERE <Condition>;

SELECT ক্লজঃ

এই ক্লজ প্রজেক্ট অপারেটরের কাজ করে, অর্থাৎ এই ক্লজের সাহায্যে কোনো টেবিলের কলাম বা অ্যাট্রিবিউটকে সিলেক্ট করে । সিলেক্টের

যেমন-SELECT <Column Name1>, <Column Name2> FROM <Table Name>;

অথবা

SELECT * FROM <Table Name>;

এখানে * মানে টেবিলের সব ফিল্ড বা অ্যট্রিবিউট ।

FROM ক্লজঃ

এই ক্লজ ক্লজের সাথে টেবিলের নাম উল্লেখ করা হয় । From এর সাথে যে টেবিলের নাম ব্যাবহার করা হয় সেই টেবিলের কলাম SELECT এর সাথে উল্লেখ করা হয় ।

যেমন-SELECT <Column Name1>, <Column Name2> FROM <Table Name>;

WHERE ক্লজঃ

এই ক্লজ ব্যাবহার করে টেবিল থেকে প্রয়োজনীয় রেকর্ডগুলি বের করা হয় । এই ক্লজ ব্যাবহার করে দুটি টেবিল JOIN করা যায় । WHERE এর সাথে >, <, =, <=, >=,<>(Not equal to), AND, OR, NOT, IN, NOT IN, BETWEEN, LIKE ইত্যাদি অপারেটর ব্যাবহার করা যায় ।

SELECT <Column Name1>, <Column Name2> FROM <Table Name> WHERE <Condition>;

DISTINCT স্টেটমেন্টঃ

এই স্টেটমেন্ট ব্যবহার করে কোনো টেবিলের এক বা একাধিক ডুল্পিকেট রো কে বাদ দিয়ে দেখানর জন্য Distinct ক্লজ ব্যবহার করা হয় ।

RollNameClassAddressMarks
1RinaXIIJiaganj450
2BinaXILalbag400
3TinaXIIJiaganj425
4DonaXILalbag400
5MonaXIIBerhampore421

যেমন – উপরের Student টেবিল থেকে জানতে চাই যে টেবিলে কোন কোন শহরের নাম আছে ।

SELECT  DISTINCT Address FROM Student;

তাহলে উত্তর পাওয়া যাবে

Address
Jiaganj
Lalbag
Berhampore

AND স্টেটমেন্টঃ

একাধিক শর্ত যুক্ত করার জন্য এই স্টেটমেন্ট ব্যবহার করা হয় । এখানে সব শর্ত সত্য হলেই টেবিল থেকে নির্দিষ্ট রেকর্ড দেখাবে ।

RollNameClassAddressMarks
1RinaXIIJiaganj450
2BinaXILalbag400
3TinaXIIJiaganj425
4DonaXILalbag400
5MonaXIIBerhampore421

যেমন – উপরের Student টেবিল থেকে যে সব ছাত্রের বাড়ি জিয়াগঞ্জ এবং মার্কস 400 এর উপর পেয়ছে সেই সমস্ত রেকর্ড জানতে চাওয়ার কমান্ড হল ।

SELECT  * FROM student WHERE  Address=‘Jiaganj’ AND Marks>400;

OR স্টেটমেন্টঃ

একাধিক শর্ত যুক্ত করার জন্য এই স্টেটমেন্ট ব্যবহার করা হয় । এখানে শর্ত গুলির মধ্যে কোন একটি সত্য হলেই টেবিল থেকে নির্দিষ্ট রেকর্ড দেখাবে ।

RollNameClassAddressMarks
1RinaXIIJiaganj450
2BinaXILalbag400
3TinaXIIJiaganj425
4DonaXILalbag400
5MonaXIIBerhampore421

যেমন – উপরের Student টেবিল থেকে যে সব ছাত্রের বাড়ি জিয়াগঞ্জ অথবা লালবাগ সেই সমস্ত রেকর্ড জানতে চাওয়ার কমান্ড হল ।

SELECT  * FROM student WHERE  Address=‘Jiaganj’ OR Address=‘Lalbag’;

Ans:

RollNameClassAddressMarks
1RinaXIIJiaganj450
2BinaXILalbag400
3TinaXIIJiaganj425
4DonaXILalbag400
https://www.mynetedu.com/wp-content/uploads/2020/04/WebFooter_MyNetEdu.png

Leave a Reply