Relation Topple Attribute Domain Degree and Cardinality

Database Management System

Lesson – 9

Relation, Topple, Attribute, Domain, Degree, and Cardinality

RDBMS কী?

রিলেশনাল মডেলের ওপর নির্ভর করে যে ডেটাবেস ডিজাইন করা হয় তাকে RDBMS(Relational Database Management System) বলে ।

RDBMS এর প্রধান বৈশিষ্ট্য হল এখানে রেকর্ডগুলি টেবুলার অর্থাৎ রো এবং কলামের সাহয্যে ডেটা সঞ্চয় করা হয় ।

বহুলপ্রচলিত RDBMS হল – Oracle, MySQL, Microsoft Access, ইত্যাদি ।

Relation, Topple, Attribute, Domain, Degree, and Cardinality কাকে বলে?

রিলেশন কাকে বলে?

RDBMS এর টেবিল কে রিলেশন বলে । রিলেশনের রো এবং কলামের সংযোগ স্থলকে সেল বলে সেখানে ডেটা সঞ্চিত থাকে ।

যেমন – এখানে Student হল একটি রিলেশন

NameRollMobileMarks
Ram11234567890450
Shyam2789452366485

টাপেল কাকে বলে?

কোনো রিলেশনের প্রতিটি রেকর্ড বা রো কে টাপেল বলে । যেমন – Student রিলেশনে দুটি টাপেল আছে ।

কার্ডিনালিটি কাকে বলে?

কোনো রিলেশনের রেকর্ড বা রো সংখ্যা কে কার্ডিনালিটি বলে । যেমন – Student রিলেশনে কার্ডিনালিটি  হলে 2 । কারন এখানে দুটি রেকর্ড আছে ।

NameRollMobileMarks
Ram11234567890450
Shyam2789452366485

অ্যাট্রিবিউট কাকে বলে ?

কোনো রিলেশনের প্রতিটি ফিল্ড বা কলাম কে অ্যাট্রিবিউট বলে । যেমন – Student রিলেশনে চারটি অ্যাট্রিবিউট (Name,Roll,Mobile,Marks) আছে ।

ডিগ্রি কাকে বলে?

কোনো রিলেশনের ফিল্ড বা কলাম সংখ্যা কে ডিগ্রি বলে । যেমন – Student রিলেশনে ডিগ্রি  হলে 4 । কারন এখানে চারটি অ্যাট্রিবিউট  আছে ।

NameRollMobileMarks
Ram11234567890450
Shyam2789452366485

ডোমেন কাকে বলে?

একটি রিলেশন কতগুলি অ্যাট্রিবিউট নিয়ে গঠিত। প্রতিটি অ্যাট্রিবিউটে কিছু সংখ্যক ভ্যালু থাকে এই ভ্যলুকেই ওই অ্যাট্রিবিউট এর ডোমেন বলে । যেমন – Student রিলেশনে Roll হল একটি ডোমেন । এর ডেটাটাইপ হল Number  ।আর এর ডোমেন ভ্যালু 2 কারন এখানে দুটি রেকর্ড কাছে ।

NameRollMobileMarks
Ram11234567890450
Shyam2789452366485

নিচের রিলেশনের Topple, Attribute, Domain, Degree, and Cardinality বের কর

NameRollMobileMarks
Ram11234567890450
Shyam2789452366485
Jadu31597534698350
Madhu44987563214400
Relation Topple Attribute Domain Degree and Cardinality

Leave a Reply