Pascaline

Pascaline

Lesson-3

এই লেসনে Evolution of Computer and Computer Organization  অধ্যায়ের Pascaline  নিয়ে আলোচনা করা হয়েছে ।

আনুমানিক 1642 সালে ফ্রান্সের বিজ্ঞানী ব্লেস পাসকালাইন (1623-1662) পাসকালাইন নামে একটি মেকানিক্যল ক্যালকুলেটর তৈরি করেন । এটি পৃথিবীর প্রথম ম্যেকানিক্যাল ক্যালকুলেটর ।এই জন্য তাকে ফাদার অফ ক্যালকুলেটর বলে ।এর সাহয্যে খুব বড়ো বড়ো যোগ, বি্যোগ, গুণ, ভাগ কারা যায় ।

এখানে আটটি বিশেষ চাকা (Dial) থাকে । এর সাহায্যে সর্বাধিক আট সংখ্যার গণনা করা যায়। তবে চাকার সংখ্যা বাড়িয়ে বেশি সংখ্যার গণনা করা যায় ।

Pascaline